Ads

ফিলিস্তিন এক মৃত্যু উপত্যকা

ফারহানা শরমীন জেনী

পৃথিবীর বুকে এসেছিলে তুমি রক্ত সাগরের দেশে, কিছু বুঝে ওঠার আগেই নিয়েছ বিদায় শহীদের বেশে!
তবুও তোমার উত্তরসূরি তাড়িয়েছে সব হারানোর ভয়,যেকোন মূল্যে জীবন দিয়ে করবে বায়তুল মুকাদ্দাস জয়!
মাত্র এই চৌদ্দ একর জমি ছাড়া কি ভরবেনা তোমার উদর?বারুদের আঘাতে বারবার তুমি রক্তাক্ত কর মুসলিমের প্রত্যয়ের সরোবর!
মজলুম মায়ের হৃদয়ের ক্রন্দন আরশের বুকে আছড়াই, আয়মান হামজা সেখানে বসে বিজয়ের সুখে সাঁতরায়!
হে সৃষ্টিকর্তা তোমার কাছে তুলেছি দুহাত, তুমি রক্ষাকর্তা জালিমের ভাঙো বিষদাঁত!
কবিঃ ফারহানা শরমীন জেনী,কলেজ সিক্ষক,কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।
আরও পড়ুন