Ads

ফুলের মতোন হাসবো আমি

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
=====================
ফুলের মতোন হাসবো আমি
আলো ঝলমল তারা,
সুবাস আমার করবে আকুল
বিশ্ব মাতোয়ারা।

ছোট্ট আমি তাই বলে কি
বড়ো হবো নাকো,
আমায় কেনো হেলা করে
পিচ্চি বলে ডাকো।
হবোই আমি যুগের নকীব
গড়তে বিশ্ব ধরা।

আমি ফুলের পরশ তোমায়
টানবো কাছে জানি,
চাঁদের মতোই হাসি আমার
বাসবে ভালো মানি।
ফুল পাখিদের কলরবে
জাগবে বসুন্ধরা।

প্রজাপতি মন পাখি আর
শাপলা শালুক গাঁদা,
ফোকলা দাঁতে আমার সাথে
হাসেন বুড়ো দাদা।

বিলের ঝিলে উদাস দিলে
নদীর তীরে আসি,
হৃদয় আমার করল আকুল
কাশফুলের ওই হাসি।
যেতে ফিরে আপন নীড়ে
মনটা পাগলপারা।

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর – কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন