Ads

বান

–আবুল বাশার

বাড়ছে যত নদীর পানি
আসছে ধেয়ে বান
যাচ্ছে ডুবে ক্ষেতের ফসল
চাষীর ধান ও পান।
বিলীন যত স্বপ্ন ও সাধ
কাজের নাগাল নাই
কিষাণ মজুর পেটের দায়ে
কাঁদছে বসে ঠায়।
বানের তোড়ে যাচ্ছে ভেঙে
সখের বসত বাড়ি
নীড়হারা ঐ মানুষগুলো
দিচ্ছে বিভুঁই পাড়ি।
দূরদেশী এই বনী আদম
পায়না সঠিক ত্রাণ
ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে
মরছে কত প্রাণ।
গলায় দড়ি দিচ্ছে কেহ
ট্রেনের তলায় কেহ
জঠর জ্বালা নিবারণে
বিলিয়ে দেয় দেহ।
সমাজপতি আছে যারা
তারা যদি দেখত
অসহায় এ মানুষেরা
আর কি দুখে থাকত?
………….
০৫/১০/২০২০
হক মঞ্জিল, নড়াইল।

আবুল বাশার – কবি।

আরও পড়ুন