Ads

বাবা

–নুরে আলম মুকতা

প্যাডেল চালাই
ঠেলা ঠেলি
নেই আমার ক্লান্তি ,

তুমি বাছা
মানুষ হও
দেবে আমায় শ্রান্তি ।

মাথায় আমার
তপ্ত দুপুর
ঘাম ঝরে শরীরে ,

চোখে আমার
অনেক স্বপন
ভাসিয়ে দিলাম পাথারে ।

খুদ খাবারের
জন্যে আমি
ভিক্ষা কারো মাঙিনা ,

জীবন বেঁচে
পয়সা আনি
অনুকম্পা চাইনা ।

তোমরা যদি
মানুষ হও
দুঃখ আমার নেই ,

আকাশ পানে
চেয়ে থাকি
দিবেন তিনি সেই ।

তপ্ত রবি
মাথায় আমার
পায়ে পাথর নুড়ি ,

চালিয়ে যাবো
সারা জীবন
থামবে যখন ঘড়ি ।

লেখকঃ কবি, সাহিত্যিক  ও সহ-সম্পাদক, মহীয়স।  

আরও পড়ুন