Ads

বৃষ্টির দিনে

মেহেনাজ তাবাসসুম

বৃষ্টি এলো, বৃষ্টি এলো
মেঘের ভেলায় করে,
টুপ টুপাটুপ রিম ঝিমাঝিম
নানা রকম সুরে ।

সারা পাড়া উঠল মেতে
বৃষ্টি এলো ওই ,
কোথায় গেলি খোকা-খুকু
মুক্তামণি কই ?

দৌড়ে এসে জুটল সবাই
যে যেখানে ছিল,
কাদামাটি মেখে যেন
মূর্তি মানব হল।

এমনি করে সারাটি দিন
করল শুধুই খেলা,
একটুও কেউ টের পেল না
কখন গেল বেলা!

মা-বাবারা ডাক পাড়লো
তোমরা কোথায় গেলে?
সারাটি দিন খেলবে শুধুই
পড়ালেখা ফেলে!

বাড়ি এসে পড়তে বসে
দেখল একি আপদ
স্যারের পড়া না হলে কাল
হবে ভীষণ বিপদ।

তাইতো সবাই প‌ণ নিল যে
আর হবেনা হেলা
পড়ার সময় পড়বো মোরা
খেলার সময় খেলা।

কবিঃ সাহিত্যিক,শিক্ষক  ( Jashore English School & College ) ও সহ-সম্পাদক, মহীয়সী

আরও পড়ুন