Ads

ভাঙ্গে সংসার

।। মাসুমা তাসনিম ।।
ছকিনার সংসার আজ এলোমেলো
টান করা বিছানাটা খুব অগোছালো।
জানালার গ্রিলগুলো ধুলো মাখামাখি
টবের ফুলটি যেন ঠিক শুষ্ক আঁখি।
কেতলির পাশে থাকা ক্লান্ত মগ
থালা বাটি পড়ে আছে শূন্য জগ।
অপেক্ষায় রয় চেয়ে রান্নাঘর
ফিরলো কি মালকিন,এত কাল পর!
আহলাদি সংসারে মরু হাহাকার
বলে গেছে ফিরবে না,সে আবার।
নতুন প্রণয়িনী মনে, কী মায়া ভরা!
বাঁচবে না তাকে ছাড়া মিছে এই ধরা।
আঁধারের ভাঁজ কেটে চলে অভিসার
ছকিনারা যায় চলে ভাঙ্গে সংসার।
আরও পড়ুন