Ads

তীরে ফেরার আগেই যদি তরী ডুবে যায়

।। মরিয়ম মাহবুবা ।।

নদীর স্রোতের মতো নিরন্তন বয়ে চলা আমি
কখনো থেমে থাকে না আমার পথচলা
চলতে থাকি অবিরাম ।

আজ হঠাৎ থমকে গেছে,খুলে গেছে বিবেকের দোয়ার
পেছনে তাকিয়ে দেখি, অনেক পথ পাড়ি দিয়ে এসেছি
চলে এসেছি অনেক দুর,

কিন্তু হিসেবের খাতাটা পড়ে আছে শুন্য
খুলে দেখি এক চিলতেও নাই পূণ্য

অবিরাম বয়ে চলা নদীর মতো চলতে চলতে
আজ আমি কুল হারিয়ে ফেলেছি
বুঝতে পারছি না কোনদিকে ছুটবো
ভয় হচ্ছে খুব
তীরে ফেরার আগেই যদি তরী ডুবে যায়

কবিঃ কবি ও গীতিকার  জনপ্রিয় গান  “মেয়েদের কাজ নয় শুধু সংসার” গানের গীতিকার । 

আরও পড়ুন