Ads

রেনেসাঁর কবি ফররুখ আহমদকে নিবেদিত কবিতা:কবি ফররুখ

শহীদ সিরাজী

কবি ফররুখ মায়া ভরা মুখ
বুক তার ভালবাসা আকাশ আকাশ
হৃদয় উঠানে তার দখিনা বাতাস
চোখ তার জোসনার আলোকোজ্জ্বল
মন তার আল্লাহর ভয়ে প্রোজ্জ্বল।

কবি ফররুখ চেতনার মুখ
মুসলিম রেনেসাঁর নিরব চাবুক
সত্যের রাহবার নবীর মাশুক
শিরদাঁড়া সোজা তার সিজদাবনত
আকুলি বিকুলি প্রাণ খোদা ভয়ে ভীত।

কবি ফররুখ নন্দিত মুখ
কাব্যের কুমারীর নিপুণ চিবুক
বোধের জমিনে তার জীবনের গান
গানে গানে স্বপ্নেরা পেতো যেন প্রাণ ।

কবি ফররুখ প্রত্যয়ী মুখ
আশা যার প্রত্যাশা দুখ যার সুখ
আধাঁরের কবি যিনি আলোর নকীব
ঝান্ডা উড়াতে যিনি সদা উদগ্রীব।

কবি ফররুখ কবিদের মুখ
জীবনের কবি যিনি দ্বীনে সিদ্দিক
স্বপ্নের কবি যিনি কবি সত্যের
ছোটদের কবি তিনি কবি সকলের।

কবিঃ কবি, সাহিত্যিক ও ব্যাংকার

* রেনেসাঁর কবি ফররুখ আহমদকে নিবেদিত কবিতা ।  ফররুখ আহমদ মুসলিম জাগরণের ও রেনেসাঁর কবি হিসাবে  বাঙালি মুসলমানের হৃদয়ে জায়গা নিয়ে আছেন ।

কবির আরও কবিতা-

“শাহ আব্দুল হান্নান”কে নিবেদিত কবিতাঃ প্রশান্ত আত্মা

আরও পড়ুন