Ads

শরৎ কন্যা

শাহানারা শারমিন

শরৎ,
তুমি এসেছো বলে,
প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।
তুমি এসেছো বলে,
নীল আকাশে ভেসে বেড়ায়,
সাদা মেঘের ভেলা,
নদীর তীরে তীরে বসেছে
কাশফুলের মেলা।
তুমি এসেছো বলে,
সকালের ঘাসে জমে
বিন্দু বিন্দু শিশির কণা,
আকাশে দল বেঁধে উড়ে যায়
বকের সারি।
তুমি এসেছো বলে,
টগর শিউলি বকুলের গন্ধে
ভরে আছে আকাশ বাতাস,
সে গন্ধে সকাল-বিকেল মৌমাছিরা
হানা দিচ্ছে ফুলে ফুলে।
তুমি এসেছো বলে,
শাপলার হাসিতে ঝলমল করছে
ঝিলের জল,
রাতের আকাশে জলজল করছে
অজস্র তারা।
তুমি এসেছো বলে,
সবুজ ক্ষেতে বাতাস ঢেউ খেলে
হেলে দুলে,
মৃদুমন্দ হাওয়া দোল দিয়ে যায়
আমলকির বনে।
তোমাকে নিয়ে কবিতা লিখেছেন
কবি,মহাকবি, বিশ্বকবি
অসংখ্য শিল্পির রং তুলিতে ফুটে
উঠে তোমার রূপ।
তুমি প্রকৃতির অপরূপ দান
তুমি তুলনাহীন অনন্যা,
অপার মুগ্ধতায় তোমাকে ডাকি
শরৎ কন্যা!

শাহানারা শারমিন- কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন