Ads

স্বাগতম মাহে রমজান

-দিল আফরোজ রিমা

চারিদিকে দুঃখ-বেদনা
বালা-মুসিবত, নিস্তব্ধ পরিবেশ
হাহাকার, ক্রন্দন, মৃত্যুর হাতছানি
বসে আছি বন্ধ দরজায়
জায়নামাজে অশ্রুসিক্ত হয়ে
তোমারই অপেক্ষায়-
হে মাহে রমজান।
গ্রীষ্মের খররৌদ্রতাপ
তেজদিপ্ত সুর্যের অট্রহাসি
তপ্তবায়ু রাশি রাশি আর
তাতে ভয়ংকর ভাইরাস।
লক্ষ মানুষের মৃত্যু
ভয়াল দুঃসময়
অশান্ত অস্থির।
বড় আশা নিয়ে তব অপেক্ষায়।
হে মাহে রমজান,
শীতল ছোয়াবে বলে
দুঃখ মুছাবে বলে
শান্তি ঢালিবে বলে
সাহস যোগাবে বলে
আজি পথ চেয়ে
এসো হে প্রানের বুলন্দ দরজায়।
এসো রহমতের ডালি নিয়ে
এসো মাগফিরাত
নাজাত কর এ পাপী প্রান।
শুদ্ধ হোক হৃদয়
মুছে যাক অন্ধকার
রোগ বালাই যত ক্লান্ত-পেরেশানী।
পথ চেয়ে তব প্রতীক্ষায়।
স্বাগতম হে মাহে রমজান।
স্বাগতম স্বাগতম।

আরও পড়ুন