Ads

হতাশায় জীবনের প্রত্যাশা

মানামাম মানজিলা

ক্ষুদ্র, তুচ্ছ, সংকীর্ণ জীবন নিয়ে-ই
কেনো এতো প্রত্যাশা?
সামান্য হোঁচট খেলে-ই
হাবুডুবু হতাশায়!
সাঁতরে পাড়ি দিতে-ই
দম বুঝি গেলো গেলো এই!

স্বার্থের ‘পরে অটুট বিশ্বাস
ছাড়তে পারি কি তাই?
হাড়মজ্জায় নিঃসৃত প্রাণনির্যাস!
এ যে আমার বিলাসকানন হায়।

স্বার্থের মোহে দিশাহারা
মুক্তিপণে ভ্রান্তিবিলাস!
প্রসারিত করো আত্মা,
আলোকিত করো অঙ্গণ,
বীর বেশে চলো পথ।

ধৈর্য রাখো, সরল পথে-ই,
তাওয়াককুল স্রষ্টায়,
প্রশান্ত আত্নার ভ্রমণে
ছুটে চলো সে-ই যে গন্তব্যে,
নয় তোমার হারানো পথে
সে সংকীর্ণ জীবনের বাঁকে।

পেয়ে যাবে স্বর্ণালী ভোর
সজীবতায় ঢাকা উদ্যান,
তোমার চিরন্তন নিবাসের সন্ধান।

কবির ফেসবুক আইডি

আরও পড়ুন