Ads

আজ সেই ছেলেটির জন্মদিন

ফারহানা শরমীন জেনী

আজ লেটো গানের দলে হারিয়ে গিয়ে রুটির দোকানে কাজ করা আবেগী ছেলেটির জন্মদিন!

মক্তব পালানো ছেলেটি যাকে পড়াশোনা কখনোই টানেনি অথচ তাকে নিয়েই বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণারত মেধাবী সাহিত্যবিদ, আজ সেই ছেলেটির জন্মদিন!

অভাব অনটনে বেড়ে ওঠায় যার নাম হয়েছিল দুখু মিয়া, যার ছেলের কাফনের কাপড়ের টাকার জন্য পাওনা চাইতে যেয়ে লাশ ঘরে থাকা অবস্থায় সম্পাদকের টেবিলে বসে লিখতে হয়েছিল কবিতা আজ সেই দুখু মিয়ার জন্মদিন!

ইংরেজ শাসন মুক্ত করতে কাজ শেষে রাতের আধারে যুদ্ধের ট্রেনিং নেয়া ছেলেটি যার কলমের নিবে বেজে উঠেছিল বজ্র দামামা বিদ্রোহের আজ সেই বিদ্রোহী কবির জন্মদিন!

যার কলমে কৃষকের ঘরের ঈদ নিয়ে কেঁদেছিল হৃদয়, আবার একইসাথে ” ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”আনন্দে গেয়েছিল যার হৃদয়ে আজ সেই গানের বুলবুলের জন্মদিন!

স্বাধীনতার পর জাতীয় কবির আখ্যা পেয়ে বিরল রোগে বাকশক্তিহীন কবি যার আঁকুতি ছিল “মসজিদেরই পাশে দিও আমার কবর ” আজ সেই জাতীয় কবির জন্মদিন!

বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ ভান্ডার তুমি নজরুল, হাজারো হৃদয়ে প্রেমেরও বুলবুল, তোমার কবিতা গানের প্রেমে ভক্তরা মশগুল,শুভজন্মদিন আত্মার মাগফিরাত কামনা করি হে বিদ্রোহী কবি কাজী নজরুল!

লেখকঃ কবি ও সাহিত্যিক।

২৪/০৫/২০২১
রাজশাহী।

লেখকের পূর্ব প্রকাশিত লেখা-

ফিলিস্তিন এক মৃত্যু উপত্যকা

আরও পড়ুন