Ads

“শাহ আব্দুল হান্নান”কে নিবেদিত কবিতাঃ প্রশান্ত আত্মা

শহীদ সিরাজী

আকাশের দিকে হেঁটে যেতে যেতে দেখি
সেখানে হাসছে একটি মুখ
ঠিক আকাশের অনুরূপ

সাগরের পানে চেয়ে থাকতে থাকতে দেখি
সেখানে দাঁড়িয়ে একজনা
ঠিক হৃদয়ের মত চেনা!

হাওড়-বাঁওড়, ধান শালিকের দেশে
সবুজ পথে চলতে ফিরতে দেখি
সেখানে হাজারো আদম প্রাণ
মাঝে এক ধ্রুবতারা অম্লান

আহা রে! আহা রে! কী অপরূপ রূপ!
আকাশের মত উদার সাগরের মত বিশাল
সবুজের মত চির নবীন
ঠিক সত্যের প্রতিরূপ

এই আদম যে পথে হেঁটেছিল অবিরাম
তার ডানে বামে ছিল গন্দমের আহ্বান
তবু বিশ্বাসী মন সরল পথেই হয়েছিল নির্ভার ছিল

তাঁর চোখে ছিল দুরের হেরার ছবি
বুক ভরা ছিল ভালবাসা সত্যের সুন্দরের
চেতনায় ছিল জীবনের রেনেসাঁর পথ
দায়ীর জবান ছিল সতত বহমান মুখে।

তার পৃথিবীটা ছিল ঠিকানা বিহীন নীড়
তার চর ভাঙা চরে বেঁচে থাকার তেজারতি
পৃথিবীর পরপারে ফেরারি ছিল মন
বৃক্ষের মত ছিল সোজা শিরদাঁড়া
ফলে ফুলে ভরা প্রেমের আকর হৃদ
বিসর্গ তাকে করেছিল মহিয়ান
ইয়ারমুকের সৈনিক ছিল ত্যাগে

সাদা-কালো চোখে ছিল না রঙের খেলা
দিন বদলের দিনগুলো ছিল
রাশেদার সুরক্ষা দেয়া দিন
বোধের লাগাম ধরা ছিল শক্ত মুঠোয়
টগবগিয়ে ছুটে চলা সৈনিক তিনি একজনা
রবের প্রেমিক নির্ভিক মুজাহিদ
যে কখনো ফিরেনি পেছনের কোন টানে
সেই প্রশান্ত আত্মা!

আজ ফিরে গেছে তার রবের দিকে
শামিল হয়েছে সফল বান্দাদের মিছিলে
আহা কী যে প্রাপ্তি তার
হয়তো পরম প্রশান্তিতে প্রবেশ করেছে জান্নাতে৷

 

কবিঃ কবি, সাহিত্যিক ও ব্যাংকার

আরও পড়ুন-

দেশ বরেন্য অর্থনীতিবিদ শাহ আবদুল হান্নান আর

মহীয়সীতে প্রকাশিত শাহ আব্দুল হান্নানেরলেখা-

ইসলামে কন্যার আর্থিক সুবিধা

আরও পড়ুন