মহীয়সীর কলামঃ থার্ড জেন্ডার কেন অসামাজিক?
হোসনে আরা মেঘনা
মেয়েকে নিয়ে রাজশাহী ভার্সিটির ভেতরে ঘুরছিলাম যাতে ভার্সিটির বিশাল চত্বর, সেখানকার পরিবেশ, ভৌত ও অবকাঠামোগত অবস্থা, শিক্ষার মান, ছাত্র-ছাত্রীদের উন্নত আবাসন ইত্যাদি দেখে ওর মনে পড়ার প্রতি আগ্রহ জাগে, লিখা পড়ায় আরও মনোযোগী…