Ads

আগামীর সমৃদ্ধ বাংলাদেশঃ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের করণীয়!

।। প্রফেসর ড. মোহা: ইয়ামিন হোসেন ।।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের আর্থ-সামাজিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমাদের আরও অনেক দূর যেতে হবে। এ লক্ষ্যে ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিচে কিছু করণীয় বিষয় উল্লেখ করা হলো যা শিক্ষার্থীদের এবং শিক্ষকদের বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে।

১. মানসম্মত শিক্ষা প্রদান ও গ্রহণ

শিক্ষার্থীদের করণীয়:

® শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং নিয়মিত ক্লাস ও ল্যাবে অংশগ্রহণ করতে হবে।

® সমসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং নতুন নতুন বিষয় শিখতে আগ্রহী হতে হবে।

®দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন অনলাইন কোর্স, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হবে।

শিক্ষকদের করণীয়:

® শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে।

® পাঠদানের পদ্ধতি আপডেট করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে গবেষণার আগ্রহ সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে।

®  শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে উৎসাহ প্রদান করতে হবে এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে মূল্যায়ন করতে হবে।

২. গবেষণা ও উদ্ভাবন

শিক্ষার্থীদের করণীয়:

® গবেষণার প্রতি আগ্রহী হতে হবে এবং দেশের প্রেক্ষাপটে উপযোগী গবেষণা করতে হবে।

® আন্তর্জাতিক গবেষণা মান বজায় রাখতে হবে এবং নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে।

® গবেষণার ফলাফল বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করতে হবে, যাতে দেশ উপকৃত হতে পারে।

শিক্ষকদের করণীয়:

® শিক্ষকদের গবেষণামূলক কাজের প্রতি গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

® দেশীয় সমস্যাগুলোর ওপর গবেষণা করে সমাধান খুঁজে বের করতে হবে।

® গবেষণার মাধ্যমে নতুন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোনিবেশ করতে হবে।

আরও পড়ুন-

ছাত্র-ছাত্রীদের বিদেশে স্কলারশিপে শিক্ষকের ভূমিকা

৩. সমাজসেবা ও সমাজের প্রতি দায়বদ্ধতা

শিক্ষার্থীদের করণীয়:

® শিক্ষার্থীদের সমাজসেবা কাজে অংশগ্রহণ করতে হবে এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখতে হবে।

® সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে এবং সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

® বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও-তে অংশগ্রহণ করে সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।

শিক্ষকদের করণীয়:

® শিক্ষকদের সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

®  শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে।

® সমাজের উন্নয়নে কীভাবে অবদান রাখা যায়, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৪. প্রযুক্তি ব্যবহার ও তথ্যপ্রযুক্তি শিক্ষা

শিক্ষার্থীদের করণীয়:

® শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে এবং প্রযুক্তির মাধ্যমে নিজেদের কাজকে আরও কার্যকরী করতে হবে।

® বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ করতে হবে।

® আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে হবে এবং উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করতে হবে।

শিক্ষকদের করণীয়:

®  শিক্ষকদের তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

® প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদান পদ্ধতি উন্নত করতে হবে এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিতে হবে।

® তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করতে হবে।

৫. উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন

শিক্ষার্থীদের করণীয়:

® শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে এবং নতুন ব্যবসা উদ্যোগ গ্রহণে উৎসাহিত হতে হবে।

® দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নতুন ধারণা ও ব্যবসা মডেল তৈরি করতে হবে।

® উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবসা পরিকল্পনা ও মডেল সম্পর্কে জানার চেষ্টা করতে হবে।

শিক্ষকদের করণীয়:

®  শিক্ষকদের উদ্যোক্তা সৃষ্টি সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রণোদনা দিতে হবে।

® দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখা যায়, সেই বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিতে হবে।

® নতুন নতুন ব্যবসা উদ্যোগ গ্রহণে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে।

উপসংহার:

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, সমাজসেবা, তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। এজন্য প্রয়োজন একটি পরিকল্পিত উদ্যোগ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে কাজ করবে দেশের উন্নয়নের জন্য।

লেখকঃ প্রাবন্ধিক এবং অধ্যাপকফিশারীজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি  । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন