Ads

জাতি গঠনে শিক্ষকদের মূল্যায়ন যেভাবে অধিক গুরুত্বপূর্ণ

।। ড. মোহাঃ ইয়ামিন হোসেন ।।

জাতি গঠনে শিক্ষকদের মূল্যায়ন করা খুবই জরুরী । সবার আগে শিক্ষকদের সুবিধা -অসুবিধা অগ্রাধিকার দিলে মেধাবীরা অন্য পেশায় না গিয়ে শিক্ষকতার মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ হবে । শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল এবং সম্মানজনক পেনশন ব্যবস্থা নিশ্চিত করা একটি সুস্থ শিক্ষিত জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ! শিক্ষকদের নিয়ে বাজে কথা বলবেন না প্লিজ। শিক্ষকতা একটি মহৎ পেশা, যেটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি আলাদা বেতন স্কেল তৈরি করার গুরুত্ব অনস্বীকার্য। একটি সুস্থ ও শিক্ষিত জাতি গঠনের জন্য এই পদক্ষেপগুলি অত্যন্ত প্রয়োজনীয়।

শিক্ষকদের ভূমিকা এবং গুরুত্ব

শিক্ষকেরা ছাত্রছাত্রীদের মন গড়ার কারিগর। প্রাথমিক স্তরে যে ভিত্তি স্থাপন করা হয়, তার উপরেই দাঁড়ায় ভবিষ্যতের শিক্ষাজীবন। শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তক শিক্ষাই দেন না, তারা নৈতিকতা, আদর্শ এবং সামাজিক মূল্যবোধও শেখান। উচ্চ শিক্ষা পর্যায়ে শিক্ষকেরা গবেষণা, উন্নয়ন এবং জ্ঞান প্রচারে বিশেষ ভূমিকা পালন করেন। তারা দেশকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সাহায্য করেন।

বেতন স্কেল এবং সুযোগ সুবিধা

শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রাথমিক স্তরের শিক্ষকরা যে বেতন পান, তা অনেক সময় তাদের জীবনের মান উন্নয়নে পর্যাপ্ত হয় না। উচ্চ শিক্ষা স্তরের শিক্ষকরা বিভিন্ন গবেষণা কাজ এবং অন্যান্য দায়িত্ব পালন করে থাকেন, যার জন্য তাদের উপযুক্ত সম্মান এবং সুযোগ সুবিধা প্রয়োজন। শিক্ষকদের বেতন স্কেল এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে তারা তাদের কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারেন এবং আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন।

আরও পড়ুন-

চাকুরীতে মেধাবীদের নিয়োগ দেওয়া নৈতিক দায়িত্ব

শিক্ষকদের পেনশন ব্যবস্থা

বহু বছর ধরে প্রত্যয় পেনশন ব্যবস্থা চালু রয়েছে, যা শিক্ষকদের জন্য উপযুক্ত নয়। শিক্ষকদের সম্মানজনক পেনশন ফিরিয়ে দেওয়া উচিত, যাতে অবসরের পরেও তারা একটি সম্মানজনক জীবনের অধিকারী হন। একটি সম্মানজনক পেনশন ব্যবস্থা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং তাদের কাজে উৎসাহিত করতে পারে।

সম্মান এবং মর্যাদা

শিক্ষকদের সম্মান এবং মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষকেরা আমাদের জীবনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু তাদের প্রাপ্যই নয়, এটি সমাজের প্রতি আমাদের দায়িত্ব। শিক্ষকদের সম্মান দিয়ে আমরা একটি সুস্থ ও শিক্ষিত জাতি গড়তে পারি।

পরিশেষে বলবো, শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল এবং সম্মানজনক পেনশন ব্যবস্থা নিশ্চিত করা একটি সুস্থ শিক্ষিত জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং কাজের প্রতি উৎসাহ প্রদান করবে, যা তাদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। অতএব, শিক্ষকদের সম্মান এবং সুযোগ সুবিধা প্রদান করে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়তে সক্ষম হব।

লেখকঃ প্রাবন্ধিক এবং অধ্যাপক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে লেখক  মোঃ ইয়ামিন হোসেন 

আরও পড়ুন