Ads

বিসিএসের চেয়ে সহজ ও কার্যকর বিদেশী স্কলারশিপের প্রস্তুতি!

।। ড. মোহাঃ ইয়ামিন হোসেন ।।

বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য বিসিএস পরীক্ষার চেয়ে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার প্রস্তুতি অনেক সহজ ও কম কষ্টের হতে পারে। বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কিছু ধাপে প্রস্তুতি গ্রহণ করলে সাফল্য অর্জন করা সম্ভব।

প্রস্তুতির ধাপসমূহ

১. মধ্যম থেকে ভালো একাডেমিক রেজাল্ট করা

বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার প্রথম ধাপ হলো মধ্যম থেকে ভালো একাডেমিক রেজাল্ট করা। শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন করা গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ প্রদানকারী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের একাডেমিক রেকর্ড গুরুত্ব সহকারে বিবেচনা করে। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করা, পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল রপ্ত করা এবং শিক্ষকদের সহায়তা নেওয়া উচিত।

২. ইংরেজি ভাষার দক্ষতা (IELTS) অর্জন করা

বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষার দক্ষতা অপরিহার্য। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ প্রোগ্রাম IELTS (International English Language Testing System) পরীক্ষার স্কোর চায়। IELTS পরীক্ষায় ভালো স্কোর পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত কৌশলগুলো অনুসরণ করা উচিত:

®  নিয়মিত ইংরেজি ভাষার চর্চা করা।

®  বিভিন্ন অনলাইন রিসোর্স এবং প্র্যাকটিস টেস্ট ব্যবহার করা।

® একজন যোগ্য শিক্ষক বা প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করা।

® IELTS পরীক্ষার ফরম্যাট এবং প্রশ্নধরন সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা।

আরও পড়ুন-

উন্নত বিশ্বে গবেষণার জন্যে প্রস্তুতি নেওয়া কেন উচিত?

৩. গবেষণার অভিজ্ঞতা অর্জন করা

স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা একটি বড় ভূমিকা পালন করে। গবেষণা অভিজ্ঞতা অর্জনের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে:

®  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের সঙ্গে গবেষণা প্রজেক্টে অংশগ্রহণ করা।

® গবেষণাপত্র লিখে বিভিন্ন জার্নালে প্রকাশ করা (২/৪ টি পাবলিকেশন করা)।

®  গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশিত পেপারগুলো সিভি এবং আবেদনপত্রে উল্লেখ করা।

®  বিভিন্ন গবেষণা কনফারেন্স বা সেমিনারে অংশগ্রহণ করা এবং পেপার উপস্থাপন করা।

অতিরিক্ত প্রস্তুতি

© স্কলারশিপের সুযোগ খোঁজা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি সংস্থার স্কলারশিপ প্রোগ্রামের তথ্য সংগ্রহ করা।

© সঠিক আবেদন প্রক্রিয়া: সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করাজক

© রেকমেন্ডেশন লেটার:  শিক্ষকদের থেকে ভালো রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করা।

© পার্সোনাল স্টেটমেন্ট: একটি শক্তিশালী পার্সোনাল স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অব পারপাস (SOP) লেখা, যেখানে নিজের লক্ষ্য, আকাঙ্ক্ষা এবং যোগ্যতা বিস্তারিতভাবে তুলে ধরা।

আরও পড়ুন-

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের জন্য করণীয়

উপসংহারে বলা যায় যে, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়া একটি সুবর্ণ সুযোগ, যা বিসিএস পরীক্ষার চেয়ে সহজ ও কম কষ্টের হতে পারে। সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে এক বছরের মধ্যে সহজেই বড় মাপের স্কলারশিপ পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্ট ভালো করা, ইংরেজি ভাষার দক্ষতা অর্জন, এবং গবেষণার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তবেই তারা আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মহান আল্লাহ দয়া করে আমাদের ছাত্র-ছাত্রী, ফেলোদেরকে উচ্চমানের স্কলারশিপের ব্যবস্থা করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, এ দেশের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উচ্চ শিক্ষার জন্য বিদেশে স্কলারশিপ কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শের ও সহযোগিতার প্রয়োজন হলে লেখকের সাথে যোগাযোগ করতে পারেন । ই-মেইলঃ  [email protected]

লেখকঃ প্রাবন্ধিক এবং অধ্যাপক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে লেখক  মোঃ ইয়ামিন হোসেন 

আরও পড়ুন