Ads

বিদেশে নারীর উচ্চশিক্ষা

২য় পর্ব

শেখ সাফওয়ানা জেরিন

গত পর্বে বলেছিলাম অল্প অল্প করে জিআরই, আইএলটিএসের প্রিপারেশন নিতে হবে । বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বেশ কিছু বাড়তি খরচ আছ।। আপনি যদি IELTS/GREর জন্য কোচিং করতে চান সেখেত্রে খরচটাও ডাবল। কিছু পরিবারে মেয়েদেরকে এই সংক্রান্ত আর্থিক সাপোর্ট দেওয়া হলেও, অনেক পরিবারে এটা হয়তো আকাশ কুসুম কল্পনায় অযথা অপচয়! তাই টাকার ক্রাইসিস একটা বড় বাঁধা হয়ে দেখা দিতেই পারে। সেখেত্রে করনীয় হলো জামা গহনা বা আড্ডায় টাকা নষ্ট না করে টিউশনি বা পরিবারের দেওয়া পকেট মানি থেকে অল্প অল্প করে জমানো। প্রতিমাসে অন্তত ৩০০টাকা হলেও জমিয়ে রাখা। বিদেশ একবার চলে যেতে পারলে ইনকাম সোর্সও ক্রিয়েট হয়ে যাবে। কিন্ত যে সময় টাকা বা ইনভেস্টমেন্টের দরকার সে সময়টাতে হুট করে বড় অংকের একটা টাকা ম্যানেজ করা হয়তো সম্ভব হয়ে ওঠে না।

একটা কথা মাথায় রাখতে হবে, শুধু টাকা থাকলেই বিদেশ পড়তে যাওয়া যায় না । আবার শুধু মেধা থাকলেও যাবেই এমন কোনো গ্যারান্টি নেই।বিদেশে উচ্চশিক্ষার সিধান্ত যে নিবে তার আর্থিক ও মানসিক জোরালো অবস্থানের সাথে সাথে মেধার সমন্বয়টাও খুব জরুরী ব্যাপার। পুরো স্নাতক সময়টাতেই এই প্রিপারেশন চালিয়ে যেতে হবে।কেউ যদি আন্ডারগ্রেডটাই বাইরে করতে চান সেখেত্রে এসএসসির পর থেকেই প্রিপারেশন নিতে হবে উপরে যা যা বললাম তার। জিআরই, আইএলটিএসের পাশাপাশি দেশ সিলেক্ট করাও জরুরী। যেমন ইউকেতে পড়তে চাইলে কমনওয়েলথ শিভিনিং আছে, ইউরোপের জন্য আছে ইরাসমাস, জার্মানিতে আছে ডাড স্কলারশিপ, তার্কির জন্য আছে তার্কি বুরসলারি। স্কলারশিপের জন্য এক নাম্বার শর্ত হলো প্রচুর গুগল করতে হবে, নিজেকে জানতে হবে। সিনিয়র বা পরিচিত যারা অলরেডি বাইরে গেছেন তাদের থেকে খুব বিশেষ কোনো উপকার পাওয়া যাবে না, যদি না নিজে নিজে গবেষণা না করে সঠিক তথ্য আর সিস্টেম সম্পর্কে সচ্ছ ধারণা না থাক । মনে রাখবেন -কোনো পরিচিত বা সিনিয়র আপনার আবেদন করে দিবেন না, স্কলারশিপ গুলিয়ে খাইয়ে দিবেন না, স্কলারশিপ পেতে চাইলে নিজের সর্বোচ্চ চেষ্টা এর পেছনে দেওয়া ছাড়া স্কলারশিপ পাওয়া সত্যিই বেশ কঠিন। আপনি যে প্রোগ্রামটাতে এপ্লাই করতে চান তার আদ্যোপান্ত জানার আপনার চেষ্টাটুকু করে সিনিয়রদের নক করুন, তারা গুরুত্ব সহকারে আপনাকে দেখবেন আশা করা যায়(চলবে….)

আগের পর্বের লিংক-বিদেশে নারীর উচ্চশিক্ষাঃ পর্ব-১

লেখকঃ কলামিস্ট, পিএইচডি গবেষক, হ্যাসেটটাইপ বিশ্ববিদ্যালয়, তুরস্ক ও সহ-সম্পাদক, মহীয়সী

আরও পড়ুন