Ads

কিসমত মারিয়া মসজিদ

“কিসমত মারিয়া মসজিদ” এটি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত, এটি এক‌টি প্রাচীন মসজিদ, ১৫০০ শতকের কোন এক সময়ে মসজিদটি নির্মাণ করাহ‌য়ে ছিলো ব‌লে যানাযাই ত‌বে স্থানীয় লোকেরা এবং প্রত্নতত্ত্ব বিভাগে এই মসজিদটির নির্মাণ ইতিহাস এর ক‌নো তথ্য নেই। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা তালিকাভুক্ত করা হয়েছে। এটি আয়তক্ষেত্রাকার আকৃতির একটি ছোট মসজিদ। মসজিদটিতে তিনটি প্রবেশ পথ এবং তিনটি মিহরাব রয়েছে, মসজিদটির (দক্ষিণে) বিবির ঘর নামে একটি দ্বিতল ছোট বিল্ডিং রয়েছে। মসজিদটিতে এখনও শুক্রবার জুমার নামাজের জন্য ব্যবহার করাহয়। #Shahnawz_Ali

ফটোগ্রাফারঃ শাহনেওয়াজ আলি

আরও পড়ুন