।। বিশেষ সংবাদদাতা ।।
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটি দেশব্যাপী বৃক্ষরোপণ শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড; গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ডঃ সুলাতানুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হুমায়ুন কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিসরোডের গগনশিরীষ গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। আজ বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডঃ মোঃ শহিদুল আলম সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগ , সদস্য প্রফেসর ও পরিচালক ডঃ সাবরিনা নাজ,পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও সদস্য প্রফেসর হাসানুর রহমান ,উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রফেসর ডঃ মোঃ নাসিরুদ্দিন,উদ্ভিদবিজ্ঞান বিভাগ সহ প্রকৃতি ও মাটি মানুষ চ্যানেল আইয়ের প্রতিনিধি সহ পরিবেশ সচেতন মানুষ এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। দেশীয় ফলজবৃক্ষ সহ শোভাবর্ধন কারী পুষ্পিত বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচী সারাদেশ ব্যাপী চলমান থাকবে। আয়োজকবৃন্দ আশা পোষণ করেন যে, পরিবেশ সচেতন সকল নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ভিদবিজ্ঞানীদের দেশব্যাপী গৃহীত এই কর্মসুচী ইকোসিস্টেমে রিস্টোরেশন লক্ষ্য অর্জনে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে।
আরও পড়ুন– বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির পরিবেশ বিষয়ক ওয়েবিনার
বৃক্ষ রোপণ এই কর্মসূচীতে দেশীয় প্রজাতি বৃক্ষসহ দ্রুত বর্ধনশীল গাছ হিসেবে বাঁশ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা ৫০, যা পার্শ্ববর্তী দেশ ভারতের চাইতে বেশী। বৃক্ষরোপনের এই উদ্যোগ সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে বলে মনে করেন আয়োজক সংগঠন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এডহক কমিটি ।
আরও পড়ুন-
সময় নিউজ টিভি অনলাইন এ
বোটানিক্যাল সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আওয়ার ইসলামে
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে- [email protected] ও [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে । আসুন ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।