Ads

বিশ্বের সবচেয়ে দামি খাবার কী জানেন?

।। মনসুর আলম ।।

প্রথমেই আসবে ইতালীয় আলবা ট্রাফেলের নাম। একধরনের ছত্রাক, অনেকটা মাশরুমের মতো। তেমন আহামরি কোনো স্বাদ নেই।ম্যাকাও এর এক ক্যাসিনো মালিক স্ট্যানলি হো একটি মাত্র সাদা ট্রাফলের জন্য ২০০৭ সালে ৩ লাখ ৩০ হাজার ডলার খরচ করেছিলেন। সেই ট্রাফলটির ওজন ছিল দেড় কেজি। এরপরই আছে ক্যাভিয়ার। কোনোটিরই স্বাদ আমাদের চিংড়ি-পুঁইশাক , টাকি মাছের ভর্তা কিংবা পাবদা মাছের ঝোলের কাছাকাছি নয়।

 

সবচেয়ে দামি শাক কী জানেন?
– অ্যাসপারাগাস। দেখতে অনেকটা বাঁশের করুলের মতো। স্বাদ? বাঁশের করুলের আশেপাশেও নেই।

 

সবচেয়ে দামি ফল?
– ইউবারি মেলন। ২০১৯ সালে একজোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।স্বাদ – কমলালেবুর কাছাকাছি।

 

পৃথিবীর সবচেয়ে দামি ধাতু কোনটি জানেন?
– সোনা, রুপা কিংবা প্লাটিনাম নয়। সবচেয়ে দামি ধাতু ক্যালিফোর্নিয়াম। প্রতি গ্রামের মুল্য প্রায় ২৭ মিলিয়ন ডলার। সাধারণ মানুষ এর নামও জানেন না।সে তুলনায় সোনা একটি মামুলি ধাতু। সোনার সামাজিক মর্যাদা কত বলার অপেক্ষা রাখে না।
দাম বেশি হলেই বস্তু উৎকৃষ্ট হয় না। চকচক করলেই সোনা হয় না। তবে ভালো জিনিসের জন্য দাম একটু বেশিই দিতে হয়।
শওকত ওসমান, আহমদ ছফা, নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ কিংবদন্তিদের বই বিক্রি হয় একশো টাকায়। বাঘ নেই বনে শেয়াল রাজাদের বই হাজার টাকায় বিক্রি হলেও কিচ্ছু যায় আসে না। প্লাটিনামের কোনো সামাজিক আভিজাত্য নেই কিংবা ক্যালিফোর্নিয়ামেরও। আমরা কিন্তু সমাজেই বসবাস করি, জাদুঘরে নয়।

লেখকঃ মনসুর আলম, সাহিত্যিক ও প্রবাসী, সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকা।

 

 

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ, পরিবার ও নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নানা ধরণের

আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন  এবং

আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

 

আরও পড়ুন