Ads

নারী বিষয়ক সংস্কার প্রস্তাবঃ পতিত স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছে

।। সাবিকুন্নাহার মু্ন্নী ।।

নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা কি এদেশের অধিকাংশ নারী সমাজের প্রতিনিধিত্ব করছেন? প্রস্তাবিত সংস্কার প্রস্তাব দেখে মনে হয় তারা বাংলাদেশে নয় পৃথিবী ছাড়িয়ে মঙ্গল গ্রহে বসে এই সংস্কার প্রস্তাবনা তৈরী করেছেন।

আমরা দেখতে পাচ্ছি, এই কমিশনে সদস্য হিসেবে যারা আছেন তারা প্রায় সবাই সেক্যুলারপন্হী নারী ! যারা এদেশের অধিকাংশ নারী সমাজের চিন্তা-চেতনা, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না ,ধর্মীয় বিধিবিধান পালন ও লালন করেন না ! এককভাবে শুধুমাত্র তাদের দ্বারা কি করে একটি সার্বজনীন, গ্রহনযোগ্য নারী বান্ধব ও নারী ক্ষমতায়নের ভারসাম্যমূলক সংস্কার প্রস্তাব পেশ করা সম্ভব?

অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের উদ্দেশ্যে গঠিত ১০ সদস্য বিশিষ্ট নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন তৈরী করেছে, তাদের দ্বারা প্রস্তাবিত সুপারিশগুলো যেন পতিত স্বৈরাচারের দৃষ্টিভঙ্গিরই প্রতিনিধিত্ব করছে। এসব প্রস্তাবনার অধিকাংশ ফ্যাসিবাদের আমলে গৃহীত নারী নীতির ইসলাম বিদ্বেষী সুরের পূনঃ প্রতিধ্বনি মাত্র।

এই প্রস্তাবনায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিলসহ সকল ধর্ম-মতের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, ধর্মীয় কৃষ্টি কালচার বিরোধী জাতিসংঘ প্রণীত সিডো (CEDAW )সনদের বিতর্কিত ধারার আলোকে বিভিন্ন আইন বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এসব অবাস্তব প্রস্তাবনা গৃহীত হলে শুধু ইসলাম নয়, সকল ধর্মের ধর্মীয় আইনেরও বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে।

আরও পড়ুন-

নারী অধিকার সংস্কার ও প্রতিনিধিত্বের সংকট

নারী বিষয়ক সংস্কার কমিশনে ‘মুসলিম উত্তরাধিকার ও পারিবারিক’ আইনসহ সংবেদনশীল ইস্যুতে বিতর্কিত বেশ কিছু প্রস্তাবনা রয়েছে ।

আমার মনে হয় নারী বিষয়ক সংস্কারের নামে এ ধরণের প্রস্তাবনা সরকারকে নতুন করে বিপদে ফেলার একটি সুক্ষ্ম পায়তারা করা হয়েছে ,যাতে করে জন সেন্টিমেন্টের বাইরে গিয়ে সরকার জনসমর্থনহীন হয়ে পড়ে এবং এ প্রস্তাবনার বিরোধিতায় নতুন ইস্যূ খুঁজে পায়  এবং সেটাকে কেন্দ্র করে ধর্মীয় সংগঠনগুলো মাঠে নেমে পড়ে। দেশে একটা অসহিষ্ণু পরিবেশ সৃষ্টির গভীর ষড়যন্ত্রেরই একটা অংশ এই গণবিরোধী নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা। ফ্যাসিবাদের আমলেও উদ্যোগ নেয়া এ ধরণের গণবিরোধী পদক্ষেপ গণধিকৃত হয়েছে।

আমরা আশা করবো,অন্তর্বর্তিকালীন সরকার গণ মানুষের সেন্টিমেন্ট বিরোধী এ সংস্কার প্রস্তাবনা বাতিল করে গণআকাংখার সাথে সংগতিপূর্ণ ও জনগণের প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে কমিশন পুনর্গঠন করে এ দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ ও বিশ্বাসের ভিত্তিতে নারীবান্ধব তথা ভারসাম্যমূলক সমাজবান্ধব সংস্কার প্রস্তাবনা গ্রহন করবেন।

লেখকঃ  কলাম লেখকঅ্যাডভোকেট  এবং নির্বাহী পরিচালকমানবাধিকার ও আইনী সুরক্ষা কেন্দ্র (মাসুক)

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল, আত্মউন্নয়নমূলক অসাধারণ গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেইজ মহীয়সী/Mohioshi-তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইল-

[email protected] ও [email protected] -এ; মনে রাখবেন, “ধন দৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বৃদ্ধি পায়”। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।” (সহিহ বুখারী- ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০; মুসলিম- ১০৩৭; ইবনে মাজাহ- ২২১)

মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম; আজই আপনি যুক্ত হয়ে যান এই গ্রুপে।  আসুন, ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ, সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি। আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।

আরও পড়ুন