‘চোখের অন্তরালে নিরব অশ্রুপাত’ (পর্ব-১)

মেহেনাজ তাবাসসুম ‘বুক ফাটে তো মুখ ফোটে না’-এমন অসংখ্য নারী জীবনের কাহিনি আমাদের অজানা। বিশ্ব এগিয়ে গেলেও অবলা নারীর বঞ্চনার ইতিহাস সেই চিরন্তন।মনের অন্তরীক্ষে কত অজস্র দুঃখের পুঁথিমালা সাজানো থাকে এক নারী জীবনে সে ইতিহাসের শেষ নেই। নিরবে , নিভৃতে,সবার অন্তরালে হৃদয়ের রক্তক্ষরণ বোবা অশ্রুপাতে বিসর্জন দেয় যে নারী, বাহ্যিক দৃষ্টিতে সবসময় হয়তো আমরা তা … Continue reading ‘চোখের অন্তরালে নিরব অশ্রুপাত’ (পর্ব-১)