Ads

তুমি কেমন মা?

আজিজা সুলতানা রোজী

ছোট্ট শিশুর প্রথম ভাষা কান্না । বাচ্চা খাবার জন্য, ঘুমানোর জন্য, এক ঘেয়ে ভাবের জন্য, হাগু-হিসুর জন্য, অসুস্থতার জন্য, গরম- ঠাণ্ডার জন্য, নানা কারণে কেঁদে উঠে । বাচ্চা কেঁদে উঠলেই বাবা বলে বসে-

-তুমি কেমন মা? বাচ্চার কান্না থামাতে পারো না ?

সব ধরণের কান্নার সমাধান মার কাছে আছে এমন ভাবা কি ঠিক? বরং তাকে ব্যর্থ মায়ের তকমা লাগিয়ে মেন্টাল প্রেসার না দিয়ে সবাই সহযোগিতা করুন ।

-তুমি কেমন মা বাচ্চাকে কন্ট্রোল করতে পারো না?

– তুমি কেমন মা বাচ্চাকে খাওয়াতে পারো না ?

– তুমি কেমন মা বাচ্চা গোসলে কাঁদে কেন?

– তুমি কেমন মা বাচ্চাকে ঘুমিয়ে দিতে পারো না ?

– বাচ্চাকে গল্প শোনাতে পারো না?

বাচ্চাকে পড়াশোনা করাতে, শেখাতে পারো না? বাচ্চা অসুস্থ কেন? বাচ্চা পড়ে গেল কেন? বাচ্চা ব্যথা পেল কেন? বাচ্চা থেমে গেছে কেন? বাচ্চার ডায়াপার বদলাওনি কেন?

তার কলিজার টুকরা নিয়ে তার কলিজাতেই বারবার ছোরা বসানো হচ্ছে ।  তার মাতৃত্ব প্রশ্নবিদ্ধ হতে হতে কি অবস্থা হয় ভাবুনতো?  বারবার শুনতে হয় কেমন মা? কেমন মা?দ্বিতীয়বার মা হবার বিষয়টি তার জন্য কেমন হবে? অথবা তুলনা করেন সব মায়তো পারে তুমি পারো না কেন? একটা বাচ্চাই সামলাতে পারো না, আমাদের মা চাচী, দাদীরা কি করেছেন দেখতো?

কেউ বলে না কেমন বাবা? কেমন সবাই?সুতরাং সন্তান নিয়ে মাকে খোটা দিবেন না । প্রত্যেক মাই সবটুকু সাধ্য দিয়ে সন্তানকে বুকে আগলে রাখার চেষ্টা করে ।

লেখকঃ সাহিত্যিক ও কলামিস্ট

আরও পড়ুন