Ads

নারী অধিকার

জেসমিন আকতার

আমাদের সমাজ ও রাষ্ট্রে নারী অধিকার বলতে বুঝানো হয় নারী ও পুরুষের সমপর্যায়ের ক্ষমতা।নারীদের মডার্ন জীবন যাপনকে বলা হয় ব‍্যক্তি স্বাধীনতা।সংস্কৃতি বলতে বুঝানো হয় ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ সুবিধা যেমন বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে একত্রে নাচা গান গাওয়া অর্থাৎ তাদের মেলামেশার পূর্ণ স্বাধীনতা ব‍্যহ্নত রাখা।বিবাহিত নারীরা আলট্রা মডার্ন জীবন যাপনকে স্বাধীনতা মনেকরে।যেমন অনেকে স্বামী রেখে বন্ধুর সাথেও ব‍্যক্তিগত বিষয়ে শেয়ার করাকে পছন্দ করে।অনেকে সংসারটাকে শৃঙ্খলার বন্দীত্ব মনে করে।স্বামীর অধিকার কর্তব্যগুলোকে শাসনতন্ত্রিক মনে করে ও অতিরিক্ত সন্তান পালনকে যন্ত্রনার মনে করে সখানে নিজের অন‍্যায় আবদার প‍্রতিষ্ঠিত করার প্রয়াসকে ব‍্যক্তিগত অধিকার মনেকরে।কেউবা শ্বশুর ও শ্বাশুড়িকে সেবা যত্ন করাকে অসহনীয় মনে করে, একাকী পৃথকভাবে থাকাকে স্বাধীনতা মনে করে।বর্তমান সমাজের অধিকাংশ মেয়েরা কলেজ লাইফে ও ভার্সিটি লাইফে ছেলে বন্ধুদের সাথে অবাধে মেলামেশাকে কিছুই মনে করেনা।আমি নরীদের বিরুদ্ধাচরণ করছিনা আমি মনে করি এ অধিকার গুলো প্রতিষ্ঠা করতে গিয়ে নারীসমাজের কতিপয় কিছু বড় সমস্যার জন্ম দিচ্ছে।প্রথমত নারী শিক্ষার অবশ‍্যই প্রয়োজন আছে।কিন্তু নারী ও পুরুষের একত্রে শিক্ষা লাভের ফলে বিপরীত লিঙ্গের যে আর্কষণ সৃষ্টি হয় তার ফলে সমাজে যেনা ও ব‍্যভিচার সমাজে প্রকট আকার ধারণ করছে।এর পরিনামে আত্নহত‍্যা,এসিড দগ্ধতার দুর্ভোগ সমাজে বারে।বিবাহিত জীবনে পরোকীয়তার ফলে সন্দেহ ও সংসশয় এর কারণে ব‍্যক্তিগত ও পারিবারিক জীবন হয়ে উঠেছে অসহনীয়।এ ক্ষেত্রে তালাক সহ নারী নির্যাতন বেড়েই চলছে অনেক সময় নারীদের গুম,হত‍্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধের জন্ম দিচ্ছে।তাহলে একবার ভেবে দেখুন যে অধিকার নারীদের নিরাপত্তা দিতে পারেনা সেটা কেমন অধিকার।যে অধিকার নারীদের মানুষিক শান্তি অশান্তির আগুনে পরিনত করছে।এই অধিকার গুলোর ভাল দিকের চাইতে মন্দ দিকই বেশি।মনের অজান্তেই প্রশ্ন এসে যায় করণীয় কি?ধর্ম জ্ঞান মানুষের মানবিক ও মানুষিক দিক উন্নত থেকে উন্নতর করে তোলে এবং সামাজিক ও পারিবারিক জীবনে শান্তিতে পরিপূর্ণ করে।আর ইসলাম এমন একটি ধর্ম যা নারী ও পুরুষকে দিয়েছে তাদের পদ অনুযায়ী মর্যাদা।নারীদের অধিকার এর দিকদিয়ে দিয়েছেন অসাধারন মর্যাদা যা নারীরা অনুসন্ধান করেনা।তাই নারীরা কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেদের সঠিক অধিকার সম্পর্কে সচেতন হন তবে অবশ্যই নারীর প্রকৃত অধিকার সম্ভব।

জেসমিন আকতার – কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন