Ads

মৃত্যু তাই অনিন্দ্য সুন্দর

ডাঃ জোবায়ের আহমেদঃ

একটা Microorganism করোনা ভাইরাস যার কেতাবী নাম SARS COV 2
দেখতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে।
খালি চোখে তাকে দেখা যায়না।
তার তান্ডবে পুরো দুনিয়া লন্ডভন্ড।
পরাশক্তি দেশগুলো যাদের পাওয়ার ও প্রযুক্তির অহংকারে দিশেহারা ছিলো দুনিয়ার শান্তিপ্রিয় মানুষগুলো।

আজ কি অবস্থা তাদের?
কোথায় তাদের অহংকার?

৮৮+ হাজার মানুষের মৃত্যুর কফিন।
চোখে দেখেছেন কখনো একসাথে?
কল্পনায় ভাবতে পারেন ৮৮+ হাজার মানুষ লাশ হয়ে কফিনে নিথর, নিস্তব্ধ, প্রাণহীন যারা একদিন আমার আপনার মত সরব ছিলেন।

উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থার সব আয়োজনের মধ্যেও মৃত্যুর সাথে এই মুহুর্তে পাঞ্জা লড়ছেন ২৫ হাজারের বেশি মানুষ।
এক মিনিট পরেই একজন জীবন্ত মানুষ এর নাম হয়ে যাচ্ছে লাশ।

কিসের পিছনে ছুটে চলেছি আমরা?

দুপুরে  চেম্বারে বসে আছি একদিন।
রুগী দেখছি।।
হঠাৎ মসজিদ থেকে একজন মানুষের মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা হল।।
সাথে সাথে রুগী দেখা বন্ধ দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে ভাবলাম।

আহারে জীবন।।
একদিন আমার মৃত্যুর সংবাদও মাইকে ঘোষণা হবে।।

আজ আপনি কাঁদছেন, কাল আমি কাঁদবো।
আজ আমার মা কাঁদছে, কাল আপনার মা কাঁদবে।
খুব অল্প সময়,ক্ষণিকের এই জীবন।
কোন দিন কারো ক্ষতি করতে নেই।।
কারো বিপদের কারণ হতে নেই।।

আজ কাউকে বিপদে ফেলে আপনি হাসলেন অন্যায় ভাবে।
কাল মহান প্রভু আপনাকে বিপদে ফেলে অন্যকে হাসির সুযোগ করে দিতে খুব বেশি সময় নিবেন না।

একদিন তো চলেই যাবো এই মায়ার পৃথিবী ছেড়ে।
তাই অন্যের বিপদে পাশে দাঁড়ান।
সে আপনার অপছন্দের হলেও।
আপনার দলের না হলেও।
আল্লাহ অবশ্যই আপনার পাশে দাঁড়ানোর জন্য অনেক কে পাঠাবেন।

মানুষ এর বিপদের  কারণ হবেন না অন্যায্য ভাবে।

কারো মুখে হাসি না ফুটাতে পারেন কিন্ত কারো অশ্রুর কারণ হবেন না।

মৃত্যু সত্য।
মৃত্যু আসবেই।
শুধু নির্ধারিত সময়ের অপেক্ষা।
কিছু মৃত্যু মেনে নিতে আমাদের বুক ফেটে যায় কিন্ত মেনে না নিয়ে উপায় কি?
মৃত্যুর সময় অসময় বলে কিছু নেই।
কখন কার মৃত্যুর সময় সেটা একমাত্র মৃত্যুর মালিকই জানেন।

মৃত্যুর কাছে মানুষ এর ইচ্ছের কোন দাম নেই।
মানুষ ই একমাত্র প্রাণী যে জানে তাকে মরতে হবে।
তাই মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয়,অন্য কোন প্রাণীর সেই প্রস্তুতি নেই।মানুষ এর আছে।

সব মৃত্যুই দুঃখের।
সুখের কোন মৃত্যু নেই।

আমরা জানি একদিন আমরা মরে যাব তাই পৃথিবীটা এত সুন্দর লাগে।
যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা এত সুন্দর লাগত না।

মৃত্যু তাই অনিন্দ্য সুন্দর।।

জীবন কে দেখুন মৃত্যুর চোখ দিয়ে।
তাহলে জীবন হয়ে উঠবে সুন্দর ও সুখের।
তবে মরার আগে মরে যাবেন না।

Life is like an ECG.
It will go up,then down,then up again.
When it is a flat line,you are just dead.
So enjoy your ups and downs in life.

লেখকঃ চিকিৎসক।

আরও পড়ুন