Ads

জীবনসায়াহ্ণে মৃত্যুকে ভালোবেসেছি

উম্মে আয়িশাহ্

আমি যদি মারা যাই শুধু এতটুকুই হয়তো ভাবি কিন্তু ভাবিনা মারা তো যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে ওনার সাক্ষাতের আশায় কতো পরিপাটি হয়ে! আহ্ কবে প্রস্তুতি নেব!! আর কতোটা সময় ঘনিয়ে!মালাকুল মউত আসতে সময় নেবে না এক মুহূর্ত। আমার খুব কাছেই এখন ঘুরাফেরা করছে মৃত্যুর ফেরেশতারা!বড্ড ফিল করছি কি হবে কি হতে চলেছে পরবর্তী তে!ইয়া মাবুদ আমাদের সময়গুলোকে কাজে লাগানোর তাওফিক দিন।আ-মীন!

আমার বাবার বাড়ির প্রতিবেশী আপুর হাসবেন্ড সহ করোনায় শ্বশুরবাড়ির ৪ জন(দেবর, ননদ,শাশুড়ী ১৫ দিনের মধ্যে) সব চলে গেলেন রবের কাছে!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন……

আমার আল্লাহ্ আযযা ওয়াজাল আপুকে সাবরুন জামিল দিন! দ্রুতই ছোট্ট দুইটি রহমত কন্যা আছে আপুর আল্লাহ্ সহায় হোন, হেফাজতে রাখুন আপুদের।
আমি একটুও স্বাভাবিক হতে পারছিনা!আমি ফিল করি স্বামীবিয়োগ কতো কষ্টের যন্ত্রণাদায়ক ! আমার

নানী,মা,ফুপি,এক প্রিয় ভাবীর অনুভূতিগুলো রব খুব বোঝার তাওফিক দিয়েছিলেন! তাই ফিল করি ভীষণ!
আর দু’আ করি নিজের ক্ষেত্রে আল্লাহ কল্যাণ চাইলে আমি যেন রবের কাছে আগে চলে যাই! মাহরামের অভাব খুব পেইনফুল লাগে খুব! বাবাকে হারিয়েছি ভাই নেই,মামা আর স্বামী ছাড়া মাহরামও নেই!ভাগ্নে এসেছে রবের পক্ষ হতে আপুর আকুল কান্নাকাটি ছিলো মাহরাম নিয়ে রব কবুল করেছিলেন দীর্ঘ ছয় বছর পর আকাঙ্খিত পুত্র! সে এখনো অনেক ছোট্ট! দু’আ করি ছোট্টো আব্বুটি মায়ের খুব সুন্দর ভাবে পথ চলতে মাহরামের কাজগুলো করে দেবে!

জানেন আমি স্বালাতে দীর্ঘ সিজদাহ্ তে গেলেই বিশেষ করে (যা প্রকাশ্যমান বলা যাবে রিয়াহ্ হবে না ততটুকুই বলব)মুসলিম কারাবন্দীদের জন্য, ফিলিস্তিনের মুসলিমদের,আল আকসার জন্য, দুনিয়ার সকল জীবিত পিতামাতার জন্য দীর্ঘ নেক আয়ু ও হেদায়েতের,মৃত পিতামাতার জন্য বারযাখের জীবন সুখকর আর জান্নাত, গুনাহ্ মাফের, নেক সন্তানদের জন্য, নিঃসন্তানদের জন্য,মাজলুমদের জন্য,ইয়াতীমদের জন্য আর পরিচিত অপরিচিত দম্পতিদের জন্য আকুলভাবে দু’আ করি ইয়া আল ওয়াদুদ আপনি প্রতিটি দম্পতির মধ্যে মাওয়াদাহ্ তৈরী করে দিন বিচ্ছিন্ন না করুন প্লিজ!
আমার রব আমার অনেকগুলো দু’আ কবুল করেছেন অলরেডি এখনো হয়তো করছেন আমার অজান্তে!!

স্বস্তি পাই দু’আ করে ইভেন অনেক প্রিয় দের হুট করে বলে ফেলি আপনার কি বিষয়ে পেরেশানি যাচ্ছে কি বিষয়ে দু’আ লাগবে! প্রিয়রা আপ্লুত হয়ে যায় ভীষণ! আসলে দু’আ তে কৃপণতা কেন থাকবে বলুন,, আমার অন্য মুসলিম ভাইবোনদের, বিধর্মীদের হেদায়েতের জন্য দু’আ করলে ফেরেশতা নিজে আমার জন্য দু’আ করবেন সেখানে আমার স্পর্ধা হয় কি করে??!!
আমি পারিনা এখানে কৃপণতা করতে আমার রবের অনুগ্রহে! আল’হামদু লিল্লাহ্।

তিনবেলা খাওয়ার কথা যেমন স্মরণ করি খেতে হলে রান্নার/বাজারের যেমন প্রস্তুতি নিই আসুন না পরকাল টা সুন্দর করতে মৃত্যু কে তিন বেলা স্মরণ করি তেমনি! মৃত্যু তো খারাপ কিছু না!একটু ভেবেছেন মারা গেলে রবের কাছে চলে গেলেন!তো সবাই রবের কাছে ভালোভাবে দাড়াতে পারবে? পারব? না যার প্রস্তুতি যেমন তার সাক্ষাতো রবের সাথে ততো সুন্দর!

আমার মৃত্যু নিয়ে আর কোনো ভয় কাজ করেনা যখনই মনে হয় আমার প্রিয় বন্ধু আমার নিশ্চিত অভিভাবকের সাথে দেখা করার উদ্দেশ্যে সে যাত্রা হবে!ইং শা আল্লাহ্ তা সুন্দর ও প্রশান্তির হবে! কবরের সওয়াল জওয়াব টা সুন্দর হবে আমরা কন্টিনিউ দু’আ করবো কেমন! তাহলেই কবরের সওয়াল জওয়াবে আমরা পাস করে যাবো,আমরা বিজয়ের মুকুট পরবো সেদিন! যে প্রিয়রা আমাদের পূর্বে চলে গেছেন বারযাখের জীবনে তাদের জন্য নিয়মকরে দু’আ করবো তাহলে আমাদের জন্যও পরবর্তী প্রজন্ম দু’আ করবে ইং শা আল্লাহ্! দু’আ করার জন্য প্রজন্ম রেখে যেতে হয় আমি খুব ফিল করি!মৃত্যুর পরে এ উত্তম সাদকায়ে জারিয়া চলমান থাকে। কতগুলো কবর অশান্তি তে কেন জানেন একটু দু’আ করার কোন আত্মীয় স্বজন কেউ নেই তাদের! এজন্য খুব কষ্ট ঐ কবরবাসীদের জন্য আমার! আগে এমন হতো না কিন্তু! আমার পিতার রবের প্রস্থানে যাবার পর এ বোধ পেয়েছি।আমি প্রায়শই কবরস্থান প্রদর্শন করি জোরশব্দে কাঁদি না! আমি যেয়ে ফিল করি অনেককিছু সেখানে সেসব নিয়ে লিখবো ভাবছি দু’আর মুহতাজ! সেখানে যেয়ে অন্তর প্রশস্ত হয়! সবার নাও হতে পারে অনেকেই ভীত! আমিও ছিলাম এখন আমি আমার বাবার সাহসীকন্যা! বাবার প্রস্থান আমাকে অনেককিছু শিখিয়ে দিচ্ছে!এ শিখন যেন আমাকে, আমার পরিবার কেও জান্নাত অব্দি পৌঁছাতে সহায়ক হয়! আ-মীন ইয়া রব্বাল আলামীন!

দুপুর ১২.১১ মিনিট
১১ জুলাই ২০২১ ঈসায়ী

লেখকঃ ইসলামী বিষয়ে কলাম লেখক

আরও পড়ুন-

যিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ফযিলত

 

আরও পড়ুন