Ads

ব্যর্থ দেখতে চাওয়া ব্যক্তিদের সুযোগ দেবেন না

।। মূল: মুফতি মেনক।।

।। অনুবাদ: মাসুম খলিলী।।

এক. যারা আপনাকে ব্যর্থ দেখতে অপেক্ষা করছেন; আপনাকে সমস্যায় পড়তে দেখার অপেক্ষায় আছেন, আপনাকে হতাশ হওয়ার জন্য অপেক্ষায় আছেন, আপনাকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের সেই সুযোগ দেবেন না। যতক্ষণ আপনার জীবনে সর্বশক্তিমান থাকবে, তিনি আপনার পিছনে থাকবেন।

দুই. চ্যালেঞ্জ নতুন কিছু নয়। কখনও কখনও, মনে হতে পারে যে সেই চ্যালেঞ্জগুলি আপনাকে পরাজিত করতে পারে। তবে আপনি যদি কিছু চান তবে আপনাকে চালিয়ে যেতে হবে। ছেড়ে দেবার ধারণাটি উপভোগ করবেন না; শক্ত থাকুন জীবনে যারা জয়ী হয় তারা হাল ছাড়ে না।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের স্বাচ্ছন্দ্য দিন। দুঃখটাই আসল। কিছু দিন অন্যদের তুলনায় কঠিন সময় যায়। আঘাত আসে এবং চালিয়ে যেতে সংগ্রাম করতে হয়। কিন্তু আমরা জানি আপনি নিয়ন্ত্রণে আছেন। আপনিই একমাত্র যিনি নিরাময় করতে পারেন এবং আমাদের হৃদয়ে শান্তি ও প্রশান্তি ফিরিয়ে আনতে পারেন। আমীন।

দুই. যদি কিছু আপনাকে খারাপভাবে বিরক্ত করে তবে এটি সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। এটি সর্বশক্তিমানের কাছে হস্তান্তর করুন এবং আপনার হৃদয়কে স্বাচ্ছন্দ্যে রাখুন এটি জেনে যে তিনি তা কার্যকর করবেন। আপনার জানার দরকার নেই কিভাবে। শুধু তাকে বিশ্বাস করুন। শক্তিশালী হন এবং ইতিবাচক থাকতে বেছে নিন।

তিন. যেদিন আপনি সর্বশক্তিমানের সাথে দেখা করবেন সেদিনের জন্য প্রস্তুতি নিন। এটা করুন কারণ কেউ জানে না কে বিদায়ের পরবর্তী ব্যক্তি। এটা যে কোন সময় আসতে পারে। তাই প্রতিদিন এটির জন্য প্রস্তুত করুন, আপনার দিনটিকে নিখুঁত করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন, যাতে সেই দিনটি যদি আপনার শেষ দিন হয় তবে আপনার ভয় পাওয়ার কিছু না থাকে।

আরও পড়ুন-

আশাকে বাঁচিয়ে রাখুন

দ্রষ্টব্যঃ

হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করো, যখন সে হিংসা করে’ (সুরা ফালাক, আয়াত : ৬);

তারা কি মানুষের প্রতি এজন্যই হিংসা করে যে, আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ দান করেছেন (সুরা নিসা, আয়াত : ৫৪);

রসুল (সা.) বলেন, ‘আল্লাহর নেয়ামতের কিছু শত্রু আছে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নেয়ামতের শত্রু কারা? রসুল (সা.) বললেন, ‘হিংসুকরা। হিংসুক তো এজন্যই হিংসা করে আল্লাহ কেন তার বান্দাকে অনুগ্রহ করেছেন’ (দাওয়াউল হাসাদ)।

লেখকঃ  মুসলিম শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ  ও বক্তা

অনুবাদকঃ মাসুম খলিলী,  কলাম লেখক ও কার্যনির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল, আত্মউন্নয়নমূলক অসাধারণ গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেইজ মহীয়সী/Mohioshi-তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইল-

[email protected] ও [email protected] -এ; মনে রাখবেন, ধন দৌলত খরচ করলে কমে যায়কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চানতাকেই দ্বীনি জ্ঞান দান করেন। (সহিহ বুখারী- ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০; মুসলিম- ১০৩৭; ইবনে মাজাহ- ২২১) ।

মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম; আজই আপনি যুক্ত হয়ে যান এই গ্রুপে।  আসুন, ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ, সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি। আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।

আরও পড়ুন