।। শেখ ফাহমিদা নাজনীন ।।
তুমি যখন বিবাদীর কাঠগড়ায় দাঁড়াবে,
তোমার ফ্যাকাসে মুখে দুশ্চিন্তার সুস্পষ্ট বলিরেখা,
মাত্র কদিনেই কন্ঠার হাড় ফুটে উঠেছে।
আমি দাঁড়িয়ে থাকবো তোমার উল্টোদিকে,
দেশ-জনতার প্রতিনিধি হয়ে।
দেশের সমস্ত জনতার পক্ষ থেকে,
শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করবো তোমায়।
সে দৃষ্টিতে অনুকম্পার লেশমাত্র খুঁজে পাবে না,
অনুকম্পা না করার কার্যক্রমটুকু,
বিগত কয়েক বছর ধরে,
আমরা তোমার কাছেই শিখেছি।
আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন,
বিদগ্ধ আইনজীবী।
আরও পড়ুন-
বয়স্ক এবং অভিজ্ঞ ভদ্রলোকটি,
একটার পর একটা বয়ান উপস্থাপন করতে থাকবেন,
তোমার পাপের বয়ান।
ক্ষমার অযোগ্য সেসব অপরাধ,
সে অপরাধের তালিকা এতটাই দীর্ঘ যে,
আরো অনেকগুলো দিন চলে যাবে,
তা পড়ে শেষ করতে।
রোজ তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে
আর রোজ তুমি শুনতে থাকবে,
তোমারই পাপের রোজনামচা।
অসংখ্য মানুষের ঘৃণিত ধিক্কারে,
পরিপূর্ণ হয়ে উঠবে আদালত প্রাঙ্গণ।
তোমার শাস্তির বিধান যেদিন ঘোষণা করা হবে,
তার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন আমরা উপভোগ করবো,
বিশ্বাস কর,
তারিয়ে তারিয়ে উপভোগ করবো,
তোমার ঝুলে পড়া মুখাবয়ব।
প্রতিটা খুনের,
প্রতিটা নিপীড়নের,
হিসাব যখন তোমার কাছে চাওয়া হবে,
আমরা তোমাকে শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করবো।
ক্ষমাহীন সেই দৃষ্টির সম্মুখে,
তুমি তখন জ্বলে পুড়ে খাক হতে থাকবে,
হে শতাব্দীর নিকৃষ্টতম স্বৈরাচার!
৬ সেপ্টেম্বর ২০২৪।
কবিঃ কবি এবং প্রাক্তন সংবাদ পাঠিকা, দিগন্ত টেলিভিশন
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে- [email protected] ও [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে । আসুন ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।