(পদাবলি)
মানুষের স্বার্থপর আচরণে যখন
হৃদয়টা তোমার বিষাদে ভারাক্রান্ত হয়ে যাবে
তখন অরণ্যের কাছে যাও।
বুক ভরে নাও বিশুদ্ধ অক্সিজেন
বিনিময়ে অরণ্য চাইবেনা কিছু।
তোমার যতো দু:খ আছে
যা কিছু কষ্ট আছে
সবকিছু বলো তার কাছে।
তোমার গোপন কথাটিও বলো তার কাছে প্রাণ খুলে,
সে কখনও ফেরাবেনা মুখ,
সে তোমাকে আশাহত করবেনা কখনও।
তোমার সুপ্রিয় বন্ধু করতে পারে বিরক্ত প্রকাশ,
প্রিয়তমা স্ত্রী ফিরিয়ে নিতে পারে মুখ,
স্বজনেরা দু:খের কথা বলার তোমাকে দেবেনা অবকাশ,
কেউ তোমার শুনবেনা দু:খের কাহন
বরং তোমার কথায় করবে উপহাস।
অরণ্যের কাছে যাও
পাখির কলকাকলিতে মনকে করো নির্ভার,
মেখে নাও শরীরে সবুজ অরণ্যের মাতাল করা ঘ্রাণ,
হারিয়ে যাও তুমি
শিমুল,আমলকী,হরিতকী,দেবদারু,
শাল,মহুয়া
পলাশের অরণ্যে।
০৮.১০.২০২০ খ্রিস্টাব্দ।
লেখকঃ আশরাফুর রহমান, কবি ও সাহিত্যিক।