।। শেখ ফাহমিদা নাজনীন ।।
যে কথাটি মনের মাঝে পাখনা মেলে,
সেই কথাটি এত বছর হয়নি বলা,
লক্ষ-নিযুত হৃদগগনে পিদিম জ্বেলে,
জেগেছিল একটি কথার ছলাকলা।
ব্রিটিশ গেছে, পাকিস্তানও গেল চলে,
ভাবলো সবাই, পরাণ খুলে বলবে কথা,
নিজের দেহের রক্ত আবার পড়লো ঢলে,
জাতির সাথে আস্থা নিয়ে ঘাতকতা।
ঘষে মেজে তৈরি করা মানুষগুলো,
যাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা,
তারাই হলো স্বার্থ লোভে আত্মভুলো,
দেশ-জনপদ ভীষণভাবে দিশাহারা।
আহারে! এই স্বার্থ নিয়ে টানাটানি,
সবাই কেবল নিজের পাতে খাবার বাড়ে,
আমজনতার শুকিয়ে যাওয়া ও মুখখানি,
ঢেকে রাখে আকাশ সমান লোভের আড়ে।
অবশেষে চব্বিশে পা দিল জাতি,
সেই কথাটি নতুন করে লাফিয়ে ওঠে,
হঠাৎ করে কাটলো বুঝি আঁধার রাতি,
“স্বাধীনতা” আজ মানুষের মুক্ত ঠোঁটে।
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে- [email protected] ও [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে । আসুন ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।