Ads

কান্না ।। নাসরিন আকতার আব্বাসী

।। নাসরিন আকতার আব্বাসী ।।

মাঝে মাঝে মাকে

কাঁদতে  দেখেছি।

বিকেলের  বিষন্ন আলোয়,

দেখেছি ক্ষীণ দীঘল দেহলতাটির

বিবর্ন তক্তপোশের বুকে

আশ্রয় নেওয়া।

শাড়ির  আঁচলে ঢাকা মুখখানা আর

অব্যক্ত  গুনগুন এক শব্দের ধারাপাত

হঠাৎ  করে আমার চটুল বিকেলের

ফর্সা অবয়বে  মেখে দিত

মনখারাপের  গভীর   কালিমা,

যার ফাঁক গলে কিছুতেই

মাঠে ছুটোছুটি, বন্ধুদের

হাঁকডাকে ফিরতে পারিনি।

আরও পড়ুন-

নির্বাক কলম ।। নাসরিন আকতার আব্বাসী

ভিজে ওঠা আঁচলখানি

বার বার আমার শিশু হাতে স্পর্শ করে

সব ব্যথা তার মুছে দিতে চেয়েছি।

মনে হত আমার জীবনের এ এক

অবিচ্ছেদ্য অংশ।

অথচ পেছনে তার কোনো

কারণ থাকে,সে কথা মনেই আসেনি তখন।

কারণ শৈশবের  সরলতা,তার চেয়েও বেশী

অনবহিত থাকা যে, নাটকের পেছনে

আরো এক নাটক থাকে।

সংসারের টানাপোড়েন আর সীমাহীন সমস্যার

ভারে  হয়ত আকাশের মত তার  উদার, কোমল

হৃদয়খানি ভেঙেচূড়ে অবশেষে

বৃষ্টির মত কান্নার মাঝেই

খুঁজে  পেতো হালকা হওয়ার

একমাত্র  অবলম্বন।

আরও পড়ুন-

নিস্ফল গরিমা ।। নাসরিন আকতার আব্বাসী

এখন মায়ের মত আমিও  কাঁদি।

নির্জনে,একাকী।

আমার সংসারে আছে সমস্যা সমাধানের

পর্যাপ্ত  উপাত্ত,আছে সুখের প্রাচুর্য,

সেখানে নেই অনিশ্চয়তার রিনরিনে শিহরণ।

অথচ কি এক অদ্ভুত  অভাব

তাড়া করে ফিরে,

ভিষণ অনুভব করি।

তার সাঁড়াশি  তীব্রতা

আমাকেও বাধ্য করে নি:সীম অভিমানে হারিয়ে  যেতে শয্যার  অনুসংগে।

কান্না সেতো নিবিড় বন্ধনে বাঁধা

জীবনের সাথে মৃত্যুর  মতই।

কবিঃ নাসরিন আক্তার আব্বাসী, কবি ও শিক্ষক 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল, আত্মউন্নয়নমূলক অসাধারণ গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেইজ মহীয়সী/Mohioshi-তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইল-

[email protected] ও [email protected] -এ; মনে রাখবেন, “ধন দৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বৃদ্ধি পায়”। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।” (সহিহ বুখারী- ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০; মুসলিম- ১০৩৭; ইবনে মাজাহ- ২২১) ।

মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম; আজই আপনি যুক্ত হয়ে যান এই গ্রুপে।  আসুন, ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ, সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি। আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।

আরও পড়ুন