।। শামীমা রহমান শান্তা ।।
আমরা এখন
এক হয়ে গেছি
বাংলা মায়ের সন্তান,
এক নাক দিয়ে নিঃশ্বাস নেই,
ধক ধক করে
এক প্রাণ!
আমরা জেগেছি তাই তো জেগেছে
পদ্মার যত ঢেউ,
কত রক্তে সাগর হল যে
লিখে রেখে দাও কেউ !
সূর্য আনার কঠিন দিনে
সব ভেদাভেদ ভুলে,
অত্যাচারীর আগত কফিনে,
লোহা গাড়ো তুলে তুলে।
আরও পড়ুন-
এই যে এখানে রাজপথে যত
শহীদের গড়াগড়ি,
অনাগত সব শিশুরা এসে
ইতিহাস নিও পড়ি!
এই চব্বিশ লাল হল ফের
কিসের দুঃখ ব্যথায়!
সূরে গেঁথে গেঁথে
দ্রোহের খনিতে
সেই গল্প শোনাই!
কবিঃ কবি ও শিক্ষক
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে- [email protected] ও [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে । আসুন ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।