Ads

এগ্রোব্যাক পিটিসিএল (প্লান্ট টিস্যু কালচার ল্যাব) এর গবেষণার গল্প (পর্ব-১ ) ভিডিও

আমরা সবাই জানি যে বাংলাদেশে শীতপ্রধান দেশের ফল স্ট্রবেরির আবির্ভাব ঘটিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাঞ্জুর হোসাইন । তিনি টিস্যু কালচার পদ্ধতিতে এই ফলের চারার উদ্ভব ঘটিয়ে বাংলাদেশে মাঠ পর্যায়ে এর চাষ চালু করেন । তারই ছাত্র মতিউর রহমান । তিনি সেই অধ্যাপকের ল্যাবেই কাজ করতেন ছাত্র জীবনে । সেই স্ট্রবেরির উদ্ভাবকের থেকেই শেখেন কীভাবে টিস্যু কালচার পদ্ধতিতে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে না এরকম উদ্ভিদের উদ্ভব ঘটানো সম্ভব মাঠ পর্যায়ে । তারপর দীর্ঘ সাত বছর তার গবেষণা ল্যাব এগ্রোব্যাকে শুরু করেন ফুল প্রেমী মতিউর রহমান ফুলের গবেষণার কাজ । আমেরিকা ও ইউরোপে জনপ্রিয় আমেরিকান গোলাপের টিস্যু কালচার পদ্ধতিতে বাংলাদেশে তিনি এর উদ্ভাবন ঘটান । এবং এই ফুলের নাম দেন আলোকা, অলোকা এই কৃষি গবেষকের মায়ের নাম । আমরা আজ দেখবো অলোকা (আমেরিকান গোলাপ) ও জারবেরা সহ নানা বিদেশি ফুলের টিস্যু কালচার পদ্ধতিতে বাংলাদেশে আবির্ভাবের গবেষণা গল্পের প্রথম পর্ব –

আরও পড়ুন