।। সাবিকুন্নাহার মু্ন্নী ।।
১৬ ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে বলেন-
আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’
‘তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।’
‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে।’
১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র শক্তি।অথচ এ পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি, বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন!�এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং সব তাদের একক অর্জন । আর বাংলাদেশের অস্তিত্বই তাদের কাছে উপেক্ষিত।
আমরা মনে করি,প্রতিবেশী দেশের দায়িত্বরত প্রধান ব্যক্তির প্রকাশ্যে এ ধরনে অভিব্যক্তি ও মন্তব্য একটি স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,মর্যাদা, নিরাপত্তা এবং অখণ্ডতার প্রতি বিরাট হুমকি । আবার পাশাপাশি দেখতে পাই,দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য হচ্ছে-
“ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।প্রিয়ঙ্কা বলেন- সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী; আমি তাকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।”
এ সময় তিনি রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন, এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।”�
এর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রিয়ঙ্কার ভাই রাহুল গান্ধীর মন্তব্য ছিল- কংগ্রেসের বড় তিনটি অর্জনের মধ্যে অন্যতম অর্জন হচ্ছে-“ পাকিস্তানকে বিভক্ত করা।”
আজ তাদের কথাই প্রমাণ দিচ্ছে যে- ৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সম্পৃক্ত হয়েছিল মূলতঃ তাদর স্বার্থে। আজ স্বাধীনতার ৫৩ বছর পর নরেন্দ্র মোদির বক্তব্যে জামায়াতের সেই আশংকাই সত্য প্রমানিত হয়েছে।
লেখকঃ কলাম লেখক, অ্যাডভোকেট এবং নির্বাহী পরিচালক, মানবাধিকার ও আইনী সুরক্ষা কেন্দ্র (মাসুক)
…………………………………………………………………………………………………………………………
মহীয়সীর প্রিয় পাঠক! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল, আত্মউন্নয়নমূলক অসাধারণ গল্প ও কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেইজ মহীয়সী/Mohioshi-তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইল-
[email protected] ও [email protected] -এ; মনে রাখবেন, “ধন দৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বৃদ্ধি পায়”। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।” (সহিহ বুখারী- ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৩১২, ৭৪৬০; মুসলিম- ১০৩৭; ইবনে মাজাহ- ২২১) ।
মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম; আজই আপনি যুক্ত হয়ে যান এই গ্রুপে। আসুন, ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ, সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি। আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।