Ads

দ্বীনদার যুবক যে কারণে দ্বিতীয় বিয়ে করলেন!

।। নূর মোহাম্মদ ।। 

 

গ্রাম আদালতে একটা অভিযোগ এলো। মেয়ের শ্বশুর জানালেন—তার প্রবাসী ছেলের বউকে একজন যুবক উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। অভিযুক্ত যুবকের নাম শুনে আমি তো চক্ষুচড়কগাছ!
যুবক খুবই পরহেজগার। পোষাকে, চলনে,বলনে আর মুআমিলাতের দিক থেকে বাস্তবেই ভালো মানুষ। ঘরে দুই সন্তান নিয়ে স্ত্রী। যুবক ছোটো ব্যবসায়ী। এলাকার সকল ভালো কাজের অন্যতম সহায়ক অংশীদার এবং সক্রিয় সমাজকর্মী। লোকে তাকে বিনম্র, ভদ্র ও বিশ্বস্ত যুবক হিসেবেই চিনে। আমিও তাকে ভীষণ রকমের পছন্দ করি।

 

হিসাব মিলাতে পারছিলাম না। ডাকলাম তাকে। অনেক আলাপ। আলাপনটা মোটামুটি এরকম-
—কেন এই কাজ করলে ভাই?
—প্রথম স্ত্রী দ্বীনদার নয়, তাই দ্বিতীয় বিয়ে করলাম।
—যাকে বিয়ে করলে, সে যে দ্বীনদার কীভাবে বুঝলে? সে তো অন্যের স্ত্রী হিসেবে এতদিন ছিল, কীভাবে টের পেলে এই মেয়ে দ্বীনদার?
—মেয়েটা পর্দা করে চলতো, অন্য কারও সাথে কথা বলত না, ঘরের বাহিরে যেত না।
—তুমি জানলে কী করে এসব? তোমার সাথে কীভাবে কথা হলো?
—আমিই কেবল কথা বলতাম, সে অন্যের সাথে কথা বলত না।
—তুমি তো তার সাথে অবৈধ প্রেম করেছো। তাহলে মেয়েটা পর্দা করতো কীভাবে?
—ভাই, পছন্দ হইছে বিয়ে করেছি, হারাম কিছু তো করিনি।
—অন্যের বউ পছন্দ হলো কীভারে রে ভাই?
—আমি মেয়েটির বাসায় একটা ব্যবসায়ীক প্রয়োজনে গিয়েছিলাম। সেখান থেকেই আলাপ। তার হতাশা, দুঃখ, কষ্ট আমাকে স্পর্শ করেছে।
—ব্যবসার কী কাজে সেখানে গিয়েছিলে?
—পেশায় আমি পল্লী চিকিৎসক। অসুস্থতার সময় মেয়েটাকে দুটো ইঞ্জেকশন দিয়েছিলাম।
—ইঞ্জেকশন দিয়েই তাহলে পর্দা শেষ হয়ে গেল?
—মাথা নিচু, নিশ্চুপ।

 

আমি যুবকের মনস্তত্ত্ব বুঝার চেষ্টা করছিলাম। তার দ্বীনের বুঝ নিজে বুঝার চেষ্টা করছিলাম।
কিংকর্তব্যবিমুঢ়! আর্থ-সামাজিক ও নীতি-নৈতিকতার নতুন কিছু বোধের মুখোমুখি হচ্ছি প্রতিনিয়ত।

 

লেখকঃ ম্যানেজিং ডিরেক্টর, গার্ডিয়ান পাবলিকেশন্স এবং চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন পরিষদ, বগুড়া  

 

 

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন।

এবং প্রিয় লেখক ! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected]

প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

আরও পড়ুন