Ads

আমাজনের কনজুমার বিজনেসের প্রধান নির্বাহী জেফ উইক্লি আমাজন ছাড়ছেন

আন্তর্জাতিক সংবাদ

আমাজনের ভাসট কনজুমার বিজনেসের ( Vast Consumer Business ) সফল প্রধান নির্বাহী জেফ উইক্লি আমাজন ছেড়ে যাবেন বলে জানিয়েছেন।  জেফ উইক্লির  তত্ত্বাবধানে ২০১৯ সালেই কনজুমার প্রডাক্টের উপর ব্যবসা করে আমাজন ২৪৫ বিলিয়ন ডলার আয় করেছে ।  শুক্রবারে তিনি জানান যে প্রায় দুই দশক আমাজনের সাথে থাকার পর তিনি এখন চাকুরীতে ইস্তফা দিয়ে দিবেন ।

৫৬ বছর বয়সী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস বলেন- “জেফ উইক্লি আমাজনের এমন একজন ব্যক্তি যাকে ছাড়া আমাজন মানুষের কাছে এভাবে পরিচিত হয়ে উঠতো না ।”

জেফ উইক্লি ১৯৯৯ সালে যখন আমাজনে যোগদান করেন তখন আমাজন কেবল ছোট্ট পরিসরে কাজ করছিল এবং এর মাত্র ৫ টা ওয়্যারহাউজ ছিল ।

এই করোনাকালে আমাজনের কনজুমারের কাজ স্থবির হয়ে পড়ে । আমাজনের প্রতিষ্ঠাতা  জেফ বেজস বলেন “ সবচেয়ে কঠিন সময় আমরা এখন পার করছি ।”

আমাজান কেন ছাড়ছেন? এমন প্রশ্নের উত্তরে উইক্লি জানান । অন্য কোন চাকুরীতে ঢুকবেন বলে তিনি  আমাজন ছাড়ছেন বিষয়টা এমন না । বরং আমাজানের সাথে তিনি অসাধারণ দুই দশক পার করেছেন ।

বেজস উইক্লি প্রায় ২০০ মিলিয়ন দলার আয় করেন আমাজন থেকে । আমাজনের হেড অফিস মূলত যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ।  কিন্তু তার পরিবার লস এঞ্জেলসে থাকায় তিনি মাঝে মাঝে লস এঞ্জেলসেও থাকেন ।

সুত্রঃ দ্যা নিউ ইয়র্ক টাইমস ও  দ্যা ও য়াল স্ট্রিট জার্নাল

আরও পড়ুন