Ads

ইতালির সামান্থা আইএসএসে কমান্ডেন্টের দায়িত্বে

মাঈনুল ইসলাম নাসিম, ইতালি থেকে

মেইড ইন ইটালি সামান্থা ক্রিস্তোফোরেত্তি। প্রথম ইউরোপীয় নারী হিসেবে কমান্ডেন্টের বিশাল দায়িত্ব পালন করতে যাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (এসা) জানাচ্ছে, মিলানের অধিবাসী এই নভোচারী ২০২২ সালে নেতৃত্ব দেবেন এক্সপেডিশন ৬৮ মহাকাশ মিশনে। স্পেইস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে সহকর্মী নভোচারীদের নিয়ে পৃথিবীর মাটি ছেড়ে যাবেন, কর্মরত থাকবেন মাসের পর মাস কক্ষপথে।

বিশ্বের তৃতীয় নারী হিসেবে সামান্থা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডেন্ট মনোনীত হওয়ায় প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ২০০৭ ও ২০১৭ সালে দুই দফায় পেজ্জি হুইটসন এবং ২০১২ সালে সুনিতা উইলিয়ামস একই কৃতিত্ব ও গৌরবের অধিকারী হয়েছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পার্টনার ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা), মার্কিন মহাকাশ সংস্থা (নাসা), রাশিয়ান স্পেস এজেন্সি, জাপান এবং কানাডার মধ্যে ১৯ মে ২০২১ বিশেষ সমঝোতার ভিত্তিতে ইতালিয়ান নভোচারী সামান্থার কাঁধে তুলে দেয়া হয় গুরুদায়িত্ব।

সামান্থা ক্রিস্তোফোরেত্তি ২য় দফায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন মহাকাশ স্টেশনে। ২০১৪-২০১৫ সময়ে টানা ২০০ দিন কক্ষপথে ছিলেন ফিউচার মিশনে। মহাকাশ স্টেশনে দায়িত্ব পালন করা ৫ম ইউরোপীয় নভোচারী তিনি। ইতালিয়ান নভোচারী লুকা পারমিতানো ২০২০ সালে তৃতীয় ইউরোপীয় হিসেবে কাজ করেন একই স্টেশনে বিয়ন্ড মিশনে। সময়ের পরম্পরায় মেধা যোগ্যতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ইউরোপীয় হিসেবে মহাকাশ স্টেশনের কমান্ডেন্ট মনোনীত হওয়ায় সামান্থাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রফেসর ড. মারিও দ্রাঘি। মহাকাশে আরও শোনা যাক নারীর জয়গান, শুভকামনা আমাদের।

🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন এক্টিভিস্ট।

Photo courtesy : European Spece Agency (ESA) / l’Istituto Comprensivo PERGINE 1 / WIRED / Il Dolomiti

আরও পড়ুন