Ads

ইতালীতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী স্রোত অব্যাহত

মাঈনুল ইসলাম নাসিম, ইতালী

উত্তর আফ্রিকা উপকূল থেকে জীবন-মরণ খেলায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী স্রোত অব্যাহত রয়েছে ইউরোপের উদ্দেশে। ১ জুন সোমবার ৯৩ জন অভিবাসীকে সাগর বক্ষে ইতালীয় দ্বীপ লাম্পেদুসা’র ৩ মাইল দূর থেকে উদ্ধার করে ইতালিয়ান কোস্ট গার্ড। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও আছেন, নির্ভরযোগ্য সূত্র  তা নিশ্চিত করেছে।

সোমবার স্থানীয় হটস্পটে রাখার পর রিফিউজি হিসেবে মঙ্গলবার তাঁদেরকে লাম্পেদুসা থেকে স্থানান্তর করা হচ্ছে ইতালির মূল ভূখন্ডের আরও কাছাকাছি সিসিলি দ্বীপের আগ্রিজেন্তো প্রভিন্সে এম্পেদোকলে বন্দরে। কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে এখানে আগে থেকেই প্রস্তুত থাকা বিশেষ জাহাজে এদেরকে রাখা হবে কোয়ারেন্টাইনে।

ইতালিতে ৮ মার্চের আগে থেকে অবস্থানরত অবৈধ বা অনিয়মিত অভিবাসীদের সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে বৈধতার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং বছরের অন্যান্য সময়ের তুলনায় সাগর তুলনামূলক শান্ত থাকায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র এই সময়টাতে ভূমধ্যসাগরে গেইম জোরদার করেছে। অবশ্য চলমান অভিবাসন প্রক্রিয়ায় বৈধতার কোন সুযোগ নেই রিফিউজি হিসেবে নবাগতদের।

লেখকঃ ইতালী প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিক।

আরও পড়ুন