Ads

নতুন বইয়ের ঘ্রাণ ….।

।। আব্দুল কাদের আরাফাত ।।

একজন এইচ বি রিতা HB Rita, অনেক পরিচয় । পেশায় শিক্ষক হলেও কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও সমাজকর্মী হিসেবে সমাদৃত । সম্পাদনা করছেন প্রথম আলো উত্তর আমেরিকার সাহিত্য পাতা । পাঁচটি গ্রন্হের পাঠকপ্রিয়তার পর ২০২২ সালের অমর একুশে বইমেলায় মলাটবদ্ধ হয়েছে এইচ বি রিতার কাব্যগ্রন্থ ‘আকাশের বুকে অগ্নিস্রোত’ ।

A book can speaks million words! হ্যাঁ! একটি বই, বইয়ের প্রচ্ছদ, শিরোনামই একটি বই সম্পর্কে পাঠকের মনে কিছুটা হলেও ধারণা দিতে পারে। বইটির প্রচ্ছদ করেছেন তন্দ্রা তাবাস্সুম। প্রকাশিত হয়েছে প্রিয়বাংলা প্রকাশনী থেকে। নিত্য চলার পথে আমাদের জীবনে কত কি ঘটে যায়। গল্পের আড়ালে গল্প থাকে। সে গল্পে যুদ্ধ থাকে, সৈনিক থাকে। কৌশলও থাকে। বুদ্ধিমান-কৌশলী সৈনিক কেবল যুদ্ধে জিতে যাওয়ার উপায় জানেন। উপায়হীন মানুষ মাছের দরদামে ব্যক্তিত্ব বিসর্জন দিতে অস্বীকার করেন। তাই তো কবি সাহসী দৃঢ় প্রত্যয়ে তার শক্তিশালী কলমে লিখেন,

“যে আঙুলগুলো একদিন অকেজো ছিল,

সে আঙুলে আজ আমি দুর্দান্ত সাহসে লিখতে পারি।

লড়াই করার এত সাহস,

এত মনোবল কোথায় পেলাম?

আমার ঈশ্বর? আমার অশরীরি শক্তি?”

ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘনে মানবতা প্রশ্নবিদ্ধ হয়; নৈতিকতা-ন্যায় বিচারে ব্যর্থ আমরা মনুষ্যবোধ থেকে বিচ্যুত হই। দাপাদাপিতে কে কার আগে তা নিয়ে বিচলিত হতে গিয়ে মানুষ, মানুষ মারে, মন ভাঙে। নীতিবোধ, সততা, বিশ্বাস উপেক্ষা করে সফলতা লাভে মানুষ ভুলে যায় সার্থকতার সংজ্ঞা। তাই মেঘলা দিলে বিষণ্ণ মনে কবিও খোঁজেন বেঁচে থাকার মানে। তাই তো কবি বলেন,

“তোমরা আমায় ঘরে বন্দি করো কি আছে এ ঘরে?

দু’চারটা লবনাক্ত আধা সেদ্ধ শরীর,

কার্বনিফেরাস যুগের আরশোলার দখলে,

সস্তা প্লাস্টিকের বাসন,

গেলাস আছে বয়সের দাবীতে শীর্ণ কঙ্কালসার একটি দেহ!”

কোভিড-১৯ শোকাহত করেছে পুরো বিশ্বকে। বুক ভেঙ্গে দিচ্ছে কত শত মানুষদের। নিউইয়র্ক শহরে কবি দেখেছেন গার্বেজ ট্রাকে প্লাস্টিকে মোড়ানো লাশ। বিদায় জানিয়েছে পাশের ঘরের মানুষটিকে। এ সবই তো শোক, কাব্যিক রুপে প্রতিবাদ, ক্ষোভ, দ্রোহের কথা। এমন দিনে বুকে নিয়ে কষ্টকাদা কবিও কাঁদেন। নিজ মনে কবি বলে যান,

“মেঝেতে বসে এক নারী চিৎকার করছে

মিটমিটি চোখে তাকাতেই বলল,

শোন! আমার ফুসফুসের ভেতর জল ঢুকে পড়েছে

মেকানিক্যাল ভেন্টিলেটর আমার নিঃশ্বাস ধরে আছে

ঘরে দুটো শিশু আছে,

একদম একা তারা ফুঁপিয়ে কাঁদছে বলো তাদের,

আমি নিঃশ্বাস নিতে পারছি না। ”

একটি অসীম স্বচ্ছ আকাশ যেখানে কেবল মেঘেদের দাপাদাপি থাকার কথা, স্বাধীনতা নিয়ে এক দল উড়ন্ত পাখির অবাধ বিচরণ থাকার কথা, সেখানে আজ চিরাচরিত নিয়মে বৃষ্টি নয়, প্রবাহমান নদীর স্রোতে অগ্নিকুন্ডের জমাট বাঁধা বিস্ফোরণ। বিস্ফোরণ চেপে বিরহগাঁথা কাব্যিকশিল্পে কবি তার ‘আ্যাকেরণের অন্ধকার জল’ কবিতায় লিখেন

“একদিন হাত থেকে বেলুন ছুঁটে যাওয়া আমি

আকাশ ছুঁতে দৌড়েছিলাম ভীষণ তেজে

জেনেছিলাম সেদিন একটি ঘুড়ি উড়ে গিয়েছিল

অবুঝ শিশুটির সবটুকু নিয়ে।”

বইটিতে মূলত সব মিলিয়ে আমাদের জীবন যুদ্ধ, অর্থাৎ ব্যক্তি,পারিবারিক, সামাজিক, অসঙ্গতি-লড়াইয়ের কথাই তুলে ধরার চেষ্টা করেছেন কবি এইচ বি রিতা; যার সাথে আমরা প্রতিটা মানুষই পরিচিত। বই-আকাশের বুকে অগ্নিস্রোত লেখক-এইচ বি রিতা প্রকাশকাল-২০২২ বইমেলা প্রকাশনী-প্রিয়বাংলা প্রচ্ছদ-তন্দ্রা তাবাস্সুম । বইটি সহজেই পেতে পারেন কুরিয়ারে ।

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ, পরিবার ও নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নানা ধরণের

আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন  এবং

আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

আরও পড়ুন