Ads

World Scientist and University Rankings 2021 এ ১৩৯৯ জন বাংলাদেশী বিজ্ঞানী

মহীয়সী ডেস্ক

শিক্ষাখাতে বাংলাদেশ সরকারের বাজেট তেমন নাই বলতে গেলে । জাতীয় বাজেটের মাত্র ২ শতাংশ এই খাতে ব্যয় করার পরও বাংলাদেশী বিজ্ঞানীরা একেবারে পিছিয়ে নেই । সরকারী সমর্থন ও পৃষ্ঠপোষকতা পেলে অনেক ভালো করবে এদেশের বিজ্ঞানী ও গবেষকরা । অন্যান্য  Ranking এ যেসব কারণে বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলো স্থান পায় না তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে গবেষণায় এগিয়ে না থাকা । শিক্ষা ও গবেষণা খাতে সরকারের স্বল্প বাজেটের কারণে বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যেতে পারছে না । এতো হতাশা ও না পাওয়ার গল্পের মাঝেও বাংলাদেশের জন্য বেশ আশার সঞ্চার করেছে AD  Scientific Index এর World Scientist and University Rankings 2021 এর ফলাফল প্রকাশ । এখানে ১৩৯৯ জন বাংলাদেশী বিজ্ঞানী স্থান করে নিয়েছে তাদের গবেষণা কর্মের মাধ্যমে ।

AD  Scientific Index- World Scientist and University Rankings 2021 প্রকাশ করেছে।  এতে সারা বিশ্বের ১৮১ টি দেশের ৬৯৯২১৭ জন বিজ্ঞানী এবং ১১২৪১ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে । এই তালিকার ১ নম্বরে আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল এন্ড হেলথ সাইন্সের অধ্যাপক । বাংলাদেশী বিজ্ঞানী ও আছে এই তালিকায় ।

বাংলাদেশী বিজ্ঞানী

এশিয়ার ৪২ টি দেশের মধ্যে ১৪৫৪০৫ জন বিজ্ঞানী এবং ৫১৩১ জন বিজ্ঞানী জায়গা করে নিয়েছে । এদের মধ্যে তালিকার প্রথমে আছেন Kyungpook (Kyungbook) National University এর  পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানী এইচ জে কিম

এই তালিকায়  স্থান  পেয়েছেন ১৩৯৯ জন বাংলাদেশী বিজ্ঞানী , তালিকার দ্বিতীয় স্থানে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল ইমরান । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পলাশ খান আছেন ৬ নাম্বারে ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কত জন বিজ্ঞানী এই তালিকায় রয়েছে তারও হিসাবে রয়েছে এতে । এই তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আছেন  ৯৫ জন ।   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  Scientist এর  তালিকায়  ৬ নম্বরে আছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম এম রহমান  এবং  বাংলাদেশের  Scientist এর  তালিকায়  ৭৬ নম্বরে  স্থান পেয়েছেন তিনি ।

সরকারের বাজেট না থাকার পরও বাংলাদেশী বিজ্ঞানিরা নিজেদের গবেষণা কর্মের মাধ্যমে বিশ্ব দরবারের নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন । সরকার এদিকে সুনজর দিলে এবং বাংলাদেশের মানুষকে বিনোদনমুখী সংস্কৃতি থেকে ফিরিয়ে জ্ঞান অর্জন মূলক সংস্কৃতির দিকে ফিরিয়ে আনা গেলে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে এদেশের মানুষ ।

তালিকাভুক্ত  সম্মানিত Scientist-গণের  প্রতি  অভিনন্দন ও   শুভকামনা রইল।

আরও পড়ুন-

এশিয়ান একশত গবেষকের তালিকায় বাংলাদেশী তিন নারী

আরও পড়ুন