Ads

আলী যাকের আর নেই

চলে গেলেন নাট্য জগতের অন্যতম ব্যাক্তিত্ব আলী যাকের। জন্মিলে মরিতে হইবে কথাটা সত্য প্রমাণ করে ইহজাগতিক মায়া ছেড়ে পাড়ি জমালেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজীউন।

আলী যাকের (৬ নভেম্বর ১৯৪৪ – ২৭ নভেম্বর ২০২০)[১] ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট। দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব যাকের টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়।[২] আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি-র কর্ণধার ছিলেন। তিনি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তার সহধর্মিনী সারা যাকেরও একজন অভিনেত্রী।

আলী যাকের
Aly-Zaker.jpg
২০১১ সালের সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা

আরও পড়ুন