Ads

ইয়াবা ও চোরাই মটর সাইকেল জব্দ করেছে রাজবাড়ী ডিবি পুলিশ

স্থানীয় প্রতিনিধি

গতকাল  ১০/০৬/২০২১ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর ডিবি শাখা  ইয়াবা ও চোরাই মটর সাইকেল জব্দ করেছে । রাজবাড়ী সদর থানাধীন ৭ নং চর লক্ষীপুরস্ত (নতুন বাজার) সার্জেন্ট (অবঃ) আল হেলাল এর বাসায় ভাড়া  থাকতেন আসামি মোঃ ফিরোজ (২৫) । সেই বাসা থেকেই গতকাল সন্ধ্যায়  ৫২০ (পাঁচশত বিশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং ০১(এক) টি চোরাই ডিসকভার মোটর সাইকেলসহ গ্ৰেফতার করা হয়েছে । আসামি মোঃ ফিরোজ (২৫) এর বাবা মোঃ কাঞ্চন মন্ডল ।আসামী মোঃ ফিরোজ (২৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার গৌবিন্দপুর গ্রামের বাসিন্দা । মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন রাজবাড়ীর ওসি প্রানবন্ধু বিশ্বাস, এস আই ফেরদৌস আহম্মেদ, এস আই মিঠু ফকির ও সঙ্গীয় ফোর্স ।প্রায়ই বেশ সফলতার সাথে তাদের অপারেশন কার্যক্রম শেষ করে রাজবাড়ী ডিবি পুলিশ । রাজবাড়ী ডিবি পুলিশ ইয়াবা ও চোরাই মটর সাইকেল জব্দ করা সহ নানা ধরণের অন্যায় ও সন্ত্রাসের সাথে জড়িত লোকদের হাতে হাতে গ্রেফতার করতে বেশ পারদর্শী ।

আরও পড়ুন-

ইসলামিক দেশগুলি কতখানি ইসলামিক

আরও পড়ুন