আন্তর্জাতিক ডেস্ক
জার্মানিতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন সিঙ্গেল মাদাররা । তাদের একক আয়ে সংসার চলা মুশকিল হয়ে পড়েছে । জার্মানিব্যাপী করা এক জরিপের ফলাফল থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷ জার্মানিতে করোনা সংকটে সবচেয়ে বেশি আর্থিক সমস্যায় পড়েছেন সিঙ্গেল মায়েরা৷
বার্লিনভিত্তিক গবেষণা সংস্থা ‘ফোর্সা’র করা জরিপে সমাজের নিম্নবিত্ত শ্রেণি ও সিঙ্গেল মায়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে৷ ফোর্সার জরিপটি নিয়ে প্রতিবেদন সোমবার বার্লিনে প্রকাশ করা হয়৷
ফোর্সা’র প্রধান মানফ্রেড গ্যুলনার আশা প্রকাশ করে বলেছেন, ‘‘করোনার নেতিবাচক প্রভাব নারীদের ওপর বেশি পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই বেশি, তবে নারীরা তা ঠিকই কাটিয়ে উঠতে সক্ষম হবেন৷’’
শতকরা ১৯ ভাগ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তার পরিবার করোনাকালে শিশুদের দেখাশোনার জন্য ছুটি নিয়েছেন৷ একক মায়েদের ক্ষেত্রে এই হিসেব ৩০ শতাংশ৷
করোনাকালে নারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে শতকরা ৩২ ভাগ এবং একক মায়েদের মাত্র ১৫ শতাংশ আগের মতোই কাজ চালিয়ে যেতে পেরেছেন৷
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ফোর্সা-র করা এই জরিপে সারা দেশ থেকে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়৷
সূত্রঃ ডয়েচে ভেলে, জার্মানি