নিজস্ব প্রতিনিধি
“টিপ টিপ টিপ পড়ছে বৃষ্টি” শিরোনামে গান গাইলেন কণ্ঠশিল্পী ‘তাপস ইকবাল’। গানটির কথা লিখেছেন ‘শহীদুল হক বাদল’। সুর ও সঙ্গীত করেছেন কণ্ঠশিল্পী নিজেই। আজ ২১ আষাঢ়, বর্ষাকালকে উপলক্ষ্য করে তাপস ইকবাল এর নিজস্ব পেইজ এবং ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ দেয়া হবে।
গানটি প্রসঙ্গে তাপস ইকবাল জানান,গানটির কথাগুলো আমার কাছে গতানুগতিক গানের মত মনে হয়নি একদম ব্যতিক্রম ধাঁচ আছে এর কথায় তাই নিজেই সুর করে সঙ্গীতায়োজনটাও করে ফেললাম।
গানটির বিষয়ে গীতিকার শহীদুল হক বাদল বলেন, আমিও গতানুগতিকের বাইরে গিয়ে ভিন্নধারায় গানের জগতে একটা মৌলক পরিবর্তনেরও সূচনা আনতে চাই। আমি কৃতজ্ঞ তাপস ইকবালের ঐকান্তিক প্রচেষ্টা ও অনুপ্রেরণায়।