Ads

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তিউনিসিয়ায় প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন ও তাদের পবিত্র স্থানসমূহের বিরুদ্ধে ইস্রায়েলি যুদ্ধ বন্ধ করার জন্য তিউনিসিয়ার বহু শহর ও রাজ্যে সংগঠিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবস্থানকারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।বেশ কয়েকটি নাগরিক, নাগরিক সমাজকর্মী, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা এই জনসচেতনতা মূলক আন্দোলনের  ডাক দিয়েছিলেন।

গতকাল রবিবার  আফ্রিকান দেশ তিউনিসিয়ার কাসেরিন শহরে, রাজ্য নাবেউল থেকে সুলাইমান এবং  তিউনিসিয়ার অন্যান্য নগরে আয়োজিত এই আন্দোলনে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল । এই সময় তারা দখল নীতির নিন্দা ও গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ করার আহবান জানিয়ে স্লোগান তুলেছিল এবং ইসলামী পবিত্র স্থান, ফিলিস্তিনি গ্রাম এবং শহরগুলিতে আক্রমণ বন্ধ করার আহবান জানিয়েছে।

স্থানীয় ইউনিয়ন কর্তৃক স্থানীয় জনগণকে কাজ করার আহ্বান জানিয়ে নাবেউল গভর্নরেট থেকে সলোমন শহরে আরেকটি সংহতি অবস্থানের আয়োজন করা হয়েছিল, এতে বেশ কয়েকটি নাগরিক, নাগরিক সমাজকর্মী, এবং ট্রেড ইউনিয়নবাদী ও রাজনীতিবিদদের একটি গ্রুপের অংশগ্রহণে ইসরায়েলি হামলার নিন্দা করা হয়েছিল। ফিলিস্তিনের জনগণের পক্ষে তারা আন্তর্জাতিক জন্মত গঠনের আহবান জানিয়েছে ।

সূত্রঃ আল-কুদস ডটকম, ফিলিস্তিন

আরও পড়ুন