Ads

বাসা পরিস্কারের রাসায়নিক তরল খেয়ে খাদ‍্যনালী পুড়ে গেছে ইরানী শিশুর

কামরুজ্জামান নাবিল,ইরান থেকে

বাসায় পরিস্কারে ব্যবহূত রাসায়নিক তরল খেয়ে আমাদের ইরানের ইস্পাহানের শিশু হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে শিশুটি ভর্তি হয়েছে। তরল খাবার ফলে শিশুটির খাদ্যনালী এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল পুড়ে গেছে অনেকাংশে। এখন কিছুটা সুস্থ। একটি অসচেতনতার মাশুল শিশুটিকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।

-বাসার ক্ষতিকর জিনিসগুলো শিশুদের নাগালের বাইরে রাখুন।

শিক্ষার্থী, ডক্টর অব মেডিসিন, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান

আরও পড়ুন