আন্তর্জাতিক সংবাদ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই মহামারী মোকাবেলা করতে ভারতের Employees State Insurance Corporation নামক রাষ্ট্রীয় ইনস্যুরেন্স কোম্পানির যারা সদস্য তাদেরকে ৩ মাসের বেতনের ৫০% বেতন দিবে ইন্সুরেরন্স কোম্পানিটি ।মহামারীর প্রভাব ও লক ডাউনের কারণে চাকুরী হারা ইন্ডাস্ট্রির কর্মীরা এক্ষেত্রে বেশী অগ্রাধিকার পাবে । যারা এই মহামারীর কারণে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে শ্রম ভাতা দেয়া হবে । লকডাউন শুরুর দিন তথা ২৪ মার্চ ২০২০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেকন তিন মাসের জন্য শ্রমিকরা ভাতা পেতে আবেদন করতে পারবেন ।
Employees State Insurance Corporation এর বোর্ডের সদস্য এবং ভারতীয় মজদুর সংঘের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ভি রাধাকৃষ্ণ বলেন- এই সহায়তা ৩০-৩৫ লাখ শ্রমিকের দুর্দশা দূর করবে যারা করোনায় চাকুরী হারিয়েছে ।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া