Ads

মহীয়সীর কলাম

 নারী

সোহানা চৌধুরী

বলিস যদি নে বুঝে নে?
বলবো আমি অবুঝ ‘
আমার লাগে এক মুঠো ভাত
নুন, লঙ্কার ঝাঁঝ ।
শরীর নদীর বাঁকে বাঁকে
উঠলো এবার ঢেউ
ফুঁসছে নদী ভাংছে বাঁক
উথাল-পাথাল ঢেউ
প্রশ্ন যদি রাখো?
বলবো আমি নারী
নিজের জাতটা সামলে রেখো
পুরুষ তোমায় আঁড়ি!
মনের ক্ষুধা মনেই রেখো
করছো বাড়াবাড়ি
তোমরা নাও ঢেউয়ের খবর,
প্রশ্ন এবার করি ?
মানবতার পাহাড় গড়
করছো বিবেক চুরি।

সোহানা চৌধুরী,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন