Ads

রোকেয়া পদক-২০২০ পেয়েছেন জাতিসংঘের প্রথম নারী কন্টিনজেন কমান্ডার

মহীয়সী ডেস্কঃ

জাতিসংঘের প্রথম কন্টিনজেন নারী কমান্ডার ও সাহিত্যিক কর্নেল ডা: নাজমা বেগম নাজু “বেগম রোকেয়া পদক-২০২০” পেয়েছেন। পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য তাকে এই পদক দেওয়া হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রতিবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমীরর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধামন্ত্রী অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহন করেন।

কর্নেল ডা. নাজমা বেগম নাজু’র এ সাফল্যে মহীয়সীর সম্পাদক শারমিন আকতার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন